টিকিট বুকিং করেও শান্তি নেই! ১৩ দিন বাতিল উত্তরবঙ্গগামী সহ এই ১০ জোড়া ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসে অনেকেই পাহাড় যাওয়ার প্ল্যান করে থাকেন। সেইমত অনেকেই রয়েছেন যারা আগাম ট্রেনের টিকিট বুক করে রেখেছেন। কিন্তু আগাম টিকিট বুক করে রেখেও শান্তি নেই। কেননা উত্তরবঙ্গগামী ১০ জোড়া ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে। এই সকল ট্রেন বাতিল করার ফলে শুধু পাহাড় নয়, পাশাপাশি শান্তিনিকেতন সহ বিভিন্ন জায়গায় যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলেন তাদেরও সমস্যায় পড়তে হবে।

Advertisements

রেলে তোর থেকে এই বিপুল সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে মূলত থার্ড লাইনে কাজ চলার কারণে। রামপুরহাটের চাতরা থেকে মুরারই পর্যন্ত এই সকল ট্রেন বাতিল করা হয়েছে। ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এই সকল ট্রেন বাতিল করা হয়েছে। দূরপাল্লার বিভিন্ন ট্রেন বাতিল করার পাশাপাশি বাতিল করা হয়েছে বেশ কিছু মেমু ট্রেন। এর পাশাপাশি কিছু ট্রেনকে ঘুর পথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে।

Advertisements

বাতিল ট্রেনের তালিকা : ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাতিল থাকবে ১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস, ১৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, ১৩০২৩ হাওড়া-গয়া এক্সপ্রেস, ০৫৪০৬ সাহেবগঞ্জ-রামপুরহাট এক্সপ্রেস স্পেশাল, ০৩০৯৩ আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশাল, ০৩০৮৮ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩০৯৪ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৪০৭ রামপুরহাট-সাহেবগঞ্জ মেমু পাসেঞ্জার স্পেশাল, ০৩৪১১ রামপুরহাট-বারহাওড়া প্যাসেঞ্জার স্পেশাল।

Advertisements

১০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে ১৩০১২ মালদা-টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস, ১৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া কবিগুরু এক্সপ্রেস, ১৩০২৪ গয়া-হাওড়া এক্সপ্রেস, ০৫৪০৫ রামপুরহাট-সাহেবগঞ্জ এক্সপ্রেস স্পেশাল, ০৩০৮৭ আজিমগঞ্জ-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩০৬৮ আজিমগঞ্জ-কাটোয়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩০৬৭ কাটোয়া-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৪০৮ সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার স্পেশাল, ০৩৪১২ বারহাওড়া-রামপুরহাট প্যাসেঞ্জার স্পেশাল।

এছাড়াও ২১ জোড়া ট্রেনকে ঘুর থেকে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সকল ট্রেনগুলির মধ্যে রয়েছে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস, হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদহ মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, কলকাতা বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। পাশাপাশি বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলি নির্ধারিত দিনের পরিবর্তে অন্য দিন ছাড়া হবে। যেমন দীঘা-মালদা টাউন এক্সপ্রেস, মালদা টাউন-সুরাট এক্সপ্রেস।

Advertisements