মাত্র ১০০ টাকায় কেনা যাবে সোনা! গরিবদের কথা ভেবে দারুণ স্কিম আনল TATA

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সোনার (Gold) প্রতি আকর্ষণ নেই এমন মানুষ সত্যিই খুঁজে পাওয়া খুব মুশকিল। সোনার প্রতি এমন আকর্ষণের মূল কারণ হলো, সোনাকে বিশ্বের অধিকাংশ মানুষ নিরাপদ বিনিয়োগ বলে মনে করেন। তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় ভারতীয়দের মধ্যে সোনার প্রতি আকর্ষণের প্রবণতা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও সোনার দামে বিভিন্ন সময় হেরফের লক্ষ্য করার কারণে অনেকেই রয়েছেন যারা সোনাতে বিনিয়োগ করে বেশি লাভের মুখ দেখতে চান।

Advertisements

তবে সোনার দাম দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে নিম্নবিত্ত মানুষদের কাছে সোনা কেনা অথবা সোনায় বিনিয়োগ করা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে টাটা গ্রুপের (TATA Group) তরফ থেকে এমন এক ব্যবস্থা নেওয়া হলো যার ফলে মাত্র ১০০ টাকাতেও সোনা কেনা বা সোনায় বিনিয়োগ করা যাবে। টাটা গ্রুপের মতো বিশ্বস্ত একটি সংস্থা এমন স্কিম আনার ফলে দেশের নিম্নবিত্ত মানুষরাও এখন চাইলে সোনায় বিনিয়োগ করতে পারবেন।

Advertisements

মাত্র ১০০ টাকা সোনার ওপর বিনিয়োগ করার এমন সুযোগ করে দেওয়া হচ্ছে টাটা গ্রুপের তানিষ্ক ব্র্যান্ডের তরফ থেকে। এই ব্র্যান্ড হল দেশের সেরা গয়না বিক্রিকারী ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। এক্ষেত্রে যারা সোনাই বিনিয়োগ করতে চান তাদের জন্য দারুণ সুযোগ। মাত্র ১০০ টাকা করে টাটার এই ব্র্যান্ডের মাধ্যমে সোনাই বিনিয়োগ করে নিজেদের বৃদ্ধি করে পরবর্তীতে সেই টাকা দিয়ে সোনা কিনতেও পারবেন।

Advertisements

মাত্র ১০০ টাকা করে সোনার উপর বিনিয়োগ করার জন্য দেশে যে সকল তানিষ্কের শোরুম রয়েছে সেই সকল শোরুমে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও রয়েছে অনলাইনে বিনিয়োগ করার সুযোগ। এই বিনিয়োগ করা হয় মূলত ২৪ ক্যারেটের সোনার দামের ভিত্তিতে। ডিজিটাল আকারে বিনিয়োগকারীরা এই সোনা পেয়ে থাকেন। তবে কোন বিনিয়োগকারী চাইলে ১০০ টাকার বেশি যত খুশি টাকা বিনিয়োগ করতেও পারেন।

যদি কোন ব্যক্তি গয়না তৈরির জন্য দীর্ঘমেয়াদে সোনা সঞ্চয় করতে চান সেক্ষেত্রে টাটা গ্রুপের এই স্কিমের বিকল্প অন্য কিছু হতে পারে না। সবচেয়ে বড় বিষয় হলো, ডিজিটাল সোনার উপর বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক খরচ বাঁচানোর পথ রয়েছে। কেননা ডিজিটাল উপায়ে সোনার উপর বিনিয়োগ করা হলে সেই সোনার সুরক্ষার জন্য ব্যাংকের লকারের খরচ বহন করতে হয় না। এক্ষেত্রে বিনিয়োগ তোলার পর সেই টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে আসবে এবং গ্রাহকরা চাইলে সেই টাকা দিয়ে সোনার গয়না কিনে নিতে পারবেন অথবা সেই টাকা অন্য কোন কাজে লাগাতে পারবেন।

Advertisements