Know about new guest of Antilia is Supercar Ferrari Roma: ভারত তথা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। নিজের বিপুল সম্পত্তি এবং বিলাসবহুল জীবনযাত্রার জন্য তিনি সর্বদাই থাকেন চর্চার শিরোনামে। তার গ্যারাজে ইতিমধ্যে স্থান করেছে অ্যাস্টন মার্টিন, রোলস রয়েস, ম্যাক্লারেন, লাম্বর্ঘিনির মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্পোর্টস কার। এছাড়াও তার গ্যারাজে আছে তিন তিনটে ফেরারি। সেই তালিকায় চতুর্থ ফেরারি হিসাবে যোগ হল ফেরারি রোমা (Supercar Ferrari Roma)। এটি সংস্থার একটি চমকপ্রদ নিদর্শন।
ফেরারির এই গাড়ির (Supercar Ferrari Roma) সবথেকে অনবদ্য আকর্ষণ হল নিখুঁত স্টাইলিংয় এবং পাশাপাশি দমদার পারফরম্যান্স। এই গাড়ি বর্তমানে জায়গা করে নিয়েছে আম্বানির গ্যারাজে। ভারতের এই ধনী শিল্পপতির কালেকশনে যতগুলো বিলাসবহুল গাড়ি রয়েছে তার মধ্যে এই চার চাকাটি সবাইকে ছাড়িয়ে গেছে। বিলাসবহুল গাড়ির কনভয়ে যাতায়াত করেন আম্বানি পরিবার।
এছাড়াও তার কালেকশনের অন্যতম আকর্ষণীয় গাড়িগুলি হলো রোলস রয়েস, মার্সিডিজ ইত্যাদি। আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন ধনকুবেরের বাড়িতে নতুন অতিথি ফেরারি রোমার দাম কত (Supercar Ferrari Roma)? একটি সংবাদমাধ্যমের সূত্র অনুসারে জানা যায় যে, এই গাড়িটি কিনতে তিনি খরচ করেছেন ৪.৫ কোটি টাকা। এমনকি নয়া বিশেষত্ব আছে ফেরারির এই গাড়িতে? গাড়িতে রয়েছে ৮.৪ ইঞ্চি ট্যাবলেট ডিজাইনের টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ১৬ ইঞ্চি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এছাড়াও আছে গুচ্ছের বাটন যুক্ত স্টিয়ারিং হুইল। যার ইঞ্জিন ক্যাপাসিটিও চমকে দেওয়ার মতো।
আরও পড়ুন ? বিপুল সম্পত্তি বাড়ল আম্বানির! রিলায়েন্সে বিনিয়োগকারীরাও লাভ করলেন কোটি কোটি টাকা
এছাড়াও কি কি বৈশিষ্ট্য আছে ফেরারির এই নতুন গাড়িতে? ৩.৯ লিটার টুইন টার্বো চার্জড V8 ইঞ্জিন যা সর্বোচ্চ ৬৯০ পিএস শক্তি এবং ৭৬০ এনএম টর্ক তৈরি করতে পারে এবং সাথে থাকবে ৮ স্পিড ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন। সারা বিশ্বে এই চার চাকাটি জনপ্রিয় তুখোড় পারফরম্যান্স এবং উচ্চ গতির জন্য। এমন কি জানলে অবাক হয়ে যাবেন যে, ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে ফেরারি রোমা (Supercar Ferrari Roma)সময় নেয় ৩.৪ সেকেন্ড। এই গাড়ির সর্বোচ্চ গতি হলো ৩২০ কিমি প্রতি ঘণ্টা। এছাড়াও সেফটি ফিচার্স হিসাবে এতে আছে, ৬টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটর, ক্র্যাশ সেন্সর, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি সবই রয়েছে গাড়িতে।
ধনী শিল্পপতি মুকেশ আম্বানির কাছে তো একাধিক বিলাসবহুল সেডান ও SUV গাড়ি রয়েছে। কিন্তু তার কাছে ঠিক কতগুলো সুপারকার আছে জানেন? তার গ্যারেজে স্থান পেয়েছে – Ferrai 812 (দাম ৫.৫ কোটি টাকা), McLaren 570S, Lamborghini Aventador S Roadster, Ferrari 488 GTB, Aston Martin DB11, Tesla Model S, BMW i8, Ferrari Portofino এর মতো গাড়ি। আরো একটি চমকপ্রদ জিনিস হলো মুকেশ আম্বানির ফেরারিতে রয়েছে “৭৭৭” ভিআইপি রেজিস্ট্রেশন নম্বর এবং অ্যাস্টন মার্টিনে রয়েছে “৬” ভিআইপি নম্বর।