নিজস্ব প্রতিবেদন : ভারতীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম শিল্পপতি হলেন রতন টাটা (Ratan Tata)। যদিও এই মানুষটিকে কেবলমাত্র শিল্পপতি বললে অপমান করা হবে। কেননা শিল্পপতি হিসাবে শিল্প-বাণিজ্য এসবের বাইরেও তিনি দেশ এবং দশের জন্য যেভাবে কাজ করে থাকেন তার তুলনা হয় না। এবার এই শিল্পপতি এবং তার প্রতিষ্ঠান টাটা গ্রুপ (Tata Group) চিনের (China) লাফালাফি, একচেটিয়া আধিপত্য বন্ধ করতে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন।
রতন টাটার টাটা গ্রুপের তরফ থেকে বিপুল অংকের এমন টাকা বিনিয়োগ করে মূলত সেমিকন্ডাকটার প্রসেসিং কারখানা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রতন টাটাদের তরফ থেকে এমন পরিকল্পনা গ্রহণ করার খবর ছড়িয়ে পড়তেই ভারতীয়দের মধ্যে যেমন এই বিষয়টি নিয়ে বাড়ছে উৎসাহ, ঠিক সেই রকমই এই বিষয় নিয়ে রাতের ঘুম উড়তে শুরু করেছে চিনের। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে।
কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ হলো, যে সেক্টর নিয়ে আজ রতন টাটা এবং তার টাটা গ্রুপ কারখানা তৈরি করতে চলেছে সেই সেক্টরে এতদিন তাদের একচেটিয়া আধিপত্য ছিল। একাধিক ক্ষেত্রে চিনের এমন একচেটিয়া আধিপত্য থাকার কারণে তাদের লাফালাফির শেষ নেই। তবে এবার রতন টাটাদের হাত ধরে ভারতের মাটিতেই এমন কারখানা তৈরি হলে বেজিং এমন আধিপত্যের তকমা হারাবে।
আরও পড়ুন ? টাটাদের মুকুটে নয়া পালক, কিনে নিচ্ছে জনপ্রিয় এই চাইনিজ ফুড ব্র্যান্ড!
এমন সেমিকন্ডাকটার প্রসেসিং কারখানা তৈরি হতে চলেছে বিজেপি শাসিত রাজ্য অসমে (Assam)। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক এমনটাই দাবি করেছেন। শুক্রবার তিনি সোশ্যাল মিডিয়ায় এমন দাবি করে একটি ভিডিও পোস্ট করেন। সূত্র মারফত জানা যাচ্ছে, অসমে এমন কারখানা তৈরি করার জন্য দীর্ঘদিন ধরেই টাটা গ্রুপের সঙ্গে আলোচনা চলছিল এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদন পেতে কেন্দ্রের কাছেও সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিয়েছে অসম সরকার।
Tata Group has submitted an application to set up a semiconductor processing plant in Assam with an investment of ₹40,000 cr.
This will be a game changer. My gratitude to the Hon’ble Prime Minister Shri @narendramodi ji for his continuous guidance in transforming our State. pic.twitter.com/ghullBk1Rg
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 8, 2023
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, টাটা গ্রুপের টাটা ইলেকট্রনিক্স লিমিটেড-এর এই কারখানা তৈরি করা হবে মোরিগাঁও জেলার জাগিরোড এলাকায়। অসমের রাজধানী গোয়াহাটি থেকে এই জায়গার দূরত্ব মেরেকেটে ৫৫ কিলোমিটার। ওই কারখানায় সেমিকন্ডাকটার অ্যাসেম্বলিং এবং প্যাকেজিংয়ের কাজ হবে বলে জানা গিয়েছে অসম সরকার সূত্রে। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরই টাটাদের তরফ থেকে অসমে বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগ অসমের হাজার হাজার যুবক যুবতীদের কর্মসংস্থান গড়ে তুলবে বলেও দাবি করা হচ্ছে।