এখন কিছুই না, বড় খেল দেখাবে শীত! বড় আপডেট দিয়ে দিল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে নিম্নচাপের জেরে গত সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের (South Bengal) অধিকাংশ জেলা। এরপর শুক্রবার থেকে ধাপে ধাপে আবহাওয়ার উন্নতি হতে শুরু করে। আবহাওয়ার উন্নতি হওয়া শুরু হতেই ধাপে ধাপে নামতে শুরু করে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। তবে সর্বনিম্ন তাপমাত্রার পারদের এই পতন কিছুই না, কেননা আরও বড় খেল দেখাতে তৈরি প্রকৃতি।

Advertisements

নিম্নচাপের কালো মেঘ সরতে শুরু করার পর থেকেই অর্থাৎ শনিবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে হাড়ে হাড়ে টের পাওয়া যেতে শুরু করে শীতের আমেজ (Winter)। শনিবার কলকাতায় সেইভাবে তাপমাত্রার পতন দেখা না গেলেও রবিবার থেকে সেখানেও তাপমাত্রায় বড়সড় বদল দেখা যাচ্ছে। রবিবার সকাল থেকেই শীতের আমেজ শুরু হয়েছে তিলোত্তমায়। এরই মধ্যে হাওয়া অফিস শীত নিয়ে নিয়ে এলো আরও বড় আপডেট।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়ার সংক্রান্ত যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে জানা যাচ্ছে, কলকাতায় রবিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রী সেলসিয়াস। গত কয়েক দিনের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৪ ডিগ্রির বেশি কমেছে। যদিও এই তাপমাত্রা এখন স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি রয়েছে। তবে সোমবার থেকে আরও জাঁকিয়ে শীত পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements

আরও পড়ুন ? Winter fashion ideas: হাজার হাজার টাকা নয়, মাত্র ২০০ টাকা থেকেই মিলবে শীতের পোশাক! রইল ঠিকানা

আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। এরই সঙ্গে সঙ্গে ঝাঁকিয়ে শীতের এমন দাপট কয়েকদিনই বজায় থাকবে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। কলকাতার তুলনায় এখন পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ অনেক নিম্নমুখী।

রবিবার শ্রীনিকেতন হওয়া অফিসের তরফে যে আপডেট দেওয়া হয়েছে তাতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিনের তুলনায় প্রায় ৭ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রার পারদ কমেছে। যদিও এই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। অন্যদিকে সোমবার থেকে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ অনেক কমবে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

Advertisements