নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি ভারতীয় নাগরিকরা তাদের গুরুত্বপূর্ণ নথির দিকে তাকান, তাহলে তাদের কাছে সবচেয়ে জরুরি নথি হবে আধার কার্ড (Aadhaar Card)। কেননা আধার কার্ড না থাকলে এখন বহু গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়। যে কারণে ভারতীয় নাগরিকদের এখন আধার কার্ড বা আধার নম্বর থাকা এক প্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
আধার কার্ড না থাকলে এখন ভারতীয় নাগরিকরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড তৈরি করা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন না। শুধু এখানেই শেষ নয়, এর পাশাপাশি আধার কার্ড না থাকলে সরকারি কোন প্রকার ভর্তুকি, রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী, ১০০ দিনের কাজের টাকা ইত্যাদি পান না। এসব বাদ দিয়েও বলা যায়, এখন স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় বসার ক্ষেত্রেও আধার কার্ড লাগবেই।
তবে আধার কার্ড তৈরি করানোর ক্ষেত্রে এতদিন এমন কিছু নিয়ম ছিল যার কারণে অনেকেই রয়েছেন যারা আধার কার্ড তৈরি করাতে গিয়ে সমস্যায় পড়তেন। সেই সকল নাগরিকদের কথা মাথায় রেখে এবার কেন্দ্রের তরফ থেকে আধার কার্ড তৈরীর নিয়মে শিথিলতা আনা হলো। কেন্দ্রের তরফ থেকে নতুন যে নিয়মের কথা বলা হয়েছে তাতে এবার আগের থেকে অনেক সহজেই তৈরি করানো যাবে আধার কার্ড।
আরও পড়ুন ? আপনার বাড়ির কাছাকাছি আধার কার্ড সংশোধন কোথায় হচ্ছে জেনে নিন অনলাইনে
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এবার আর আধার কার্ড তৈরি করার জন্য আঙ্গুলের ছাপ অথবা রেটিনা স্ক্যান বাধ্যতামূলক নয়। মূলত বিশেষ চাহিদা সম্পন্ন ভারতীয় নাগরিকদের কথা মাথায় রেখে এমন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে নতুন সিদ্ধান্ত নিয়ে জানানো হয়েছে, যদি কোন ব্যক্তির আঙ্গুলের ছাপ নেওয়া সম্ভব না হয় তাহলেও তার আধার কার্ড তৈরি করানোর ক্ষেত্রে কোন বাধা থাকবে না। এক্ষেত্রে ব্যবহার করতে আইরিশ স্ক্যান।
মূলত কেরলের এক মহিলা এমন অসুবিধার সম্মুখীন হয়ে আধার কার্ড তৈরি করাতে পারছিলেন না। সেই বিষয়টি সামনে আসার পর কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বিষয়টির উপর নজর দেন এবং জানান, কারো রেটিনা স্ক্যান করা সম্ভব না হলে অথবা আঙ্গুলের ছাপ না থাকলেও তার আধার কার্ড তৈরি করানো আটকানো যাবে না। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের ঘটনায় বিকল্প বায়োমেট্রিক করে আধার কার্ড তৈরি করাতে হবে। এক্ষেত্রে কারো আইরিশ স্ক্যান না হলে আঙ্গুলের ছাপ, আবার কারো আঙ্গুলের ছাপ না থাকলে আইরিশ স্ক্যান করেও আধার কার্ড তৈরি করে দিতে হবে।