হাওড়ার বদলে অন্য স্টেশন, রাজ্যে নতুন বন্দে ভারত চালু হওয়া নিয়ে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে রেল পরিষেবা এমন এক পরিষেবা, যার উপর ভর করে প্রতিদিন প্রায় এক কোটি মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হয়। যে কারণে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফলাইন বলা হয়ে থাকে। গণপরিবহনের লাইফ লাইন হওয়ার কারণে এই বিপুলসংখ্যক যাত্রীদের সঠিক সময়ে নিরাপদ ভাবে গন্তব্যে পৌঁছে দেওয়াও রেলের বড় দায়িত্ব।

Advertisements

রেলের তরফ থেকে যাত্রীদের সঠিক সময়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তবে নিরাপদ এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ নিয়েও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। যাত্রীদের স্বাচ্ছন্দ দেওয়ার জন্য ভারতীয় রেল ভারতীয় প্রযুক্তিতে তৈরি করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই দেশের ৩৪টি রুটে এই ট্রেন চালু হয়েছে। আগামী দিনে আরও একগুচ্ছ বন্দে ভারত চালু হওয়ার বিষয়ে জল্পনা চলছে।

Advertisements

সেই সব জল্পনার মধ্যেই এবার পশ্চিমবঙ্গের হাওড়া রেল স্টেশন বাদে অন্য একটি রেলস্টেশন থেকে নতুন একটি বন্দে ভারত চালু হওয়ার জল্পনা তৈরি হলো। যদিও নতুন এই বন্দে ভারত কবে চালু হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত সঠিক কোন দিনক্ষণ জানা যায়নি। এছাড়াও রেলের তরফ থেকেও এখনো পর্যন্ত সেই ভাবে কিছু জানানো হয়নি। নতুন যে বন্দে ভারত চালুর জল্পোনা চলছে সেই জল্পনা কোন স্টেশনকে নিয়ে?

Advertisements

আরও পড়ুন ?আসানসোল-পুরি নতুন বন্দে ভারত এক্সপ্রেস! টাইম টেবিল প্রকাশ! জানুন পিছনে কি রয়েছে

ফের নতুন একটি বন্দে ভারত চালু হতে পারে পশ্চিমবঙ্গ থেকে বিহারের পাটনা পর্যন্ত। তবে এই বন্দে ভারত ট্রেনটি চালু হতে পারে নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাঁধে নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারতের দায়িত্ব রয়েছে। এবার তাদের কাঁধে যুক্ত হতে পারে নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারতের দায়িত্ব। নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত চালু হওয়ার বিষয়ে জল্পনা তৈরি হওয়ার পাশাপাশি সম্ভাব্য সময়সূচীও সামনে এসেছে।

নিউ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে যে সম্ভাব্য সময়সূচী সামনে এসেছে তা হল, ট্রেনটি সকাল ৬টার সময় নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে, এরপর ৭টায় কিষাণগঞ্জ, ৮:৩০ মিনিটে কাটিহার এবং দুপুর ১টার সময় পাটনা পৌঁছাবে। ফেরার পথে দুপুর ৩টের সময় পাটনা জংশন থেকে ছাড়বে এবং রাত ১০টার সময় নিউ জলপাইগুড়ি স্টেশন পৌছে যাবে। মঙ্গলবার বাদে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে এই বন্দে ভারত ট্রেনটি যাতায়াত করবে বলে জানা যাচ্ছে। যদিও রেলের তরফ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি এবং এই একই রকম আসানসোল পুরী বন্দে ভারত নিয়ে একটি খবর আগেও ভাইরাল হয়েছিল। যদিও সেই ট্রেনটির সম্পর্কে যে খবর ভাইরাল হয়েছিল তা ভুয়ো বলে দাবি করেছিল রেল।

Advertisements