আর খরচ হবে না কাঁড়ি কাঁড়ি টাকা! জলের দরে উত্তরবঙ্গ ঘোরাবে NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শীতের মরশুম পড়তেই চারদিকে শুরু হয়েছে ঘুরতে যাওয়ার প্ল্যান। ঘুরতে যাওয়ার প্ল্যান মাথায় আসলেই বাঙ্গালীদের প্রথম যে সকল জায়গা মনে আসে সেগুলি হল দীঘা, পুরী, দার্জিলিং অর্থাৎ দিপুদা। তবে এই সকল জায়গায় শুধু ঘুরতে যাওয়ার প্ল্যান করলেই হয় না, তার সঙ্গে প্রয়োজন হয় মোটা টাকার। কেননা, যেখানেই ঘুরতে যান না কেন কাঁড়ি কাঁড়ি টাকা খরচের বিষয়টি থেকেই যায়। যদিও এবার খরচ কমাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) নিয়ে এলো নতুন প্যাকেজ (Tour Package)।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে মূলত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গা জলের দরে ঘুরিয়ে দেখানোর জন্য প্যাকেজ আনা হয়েছে। কোন পর্যটক যদি তাদের প্যাকেজের মাধ্যমে ঘুরতে যান তাহলে খরচ অনেক কম হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে মূলত জলদাপাড়া (Jaldapara) সহ আরও বেশ কয়েকটি জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য নতুন এই প্যাকেজটি এনেছে।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে যে প্যাকেজ আনা হয়েছে সেই প্যাকেজটি মূলত চার দিন ও তিন রাতের। এই প্যাকেজের মাধ্যমে যারা ঘুরতে যেতে প্রস্তুত তাদের প্রথমেই হাসিমারা অথবা ফালাকাটা রেলস্টেশন থেকে এনবিএসটিসির প্রতিনিধিরা স্বাগত জানিয়ে প্যাকেজের অন্তর্ভুক্ত করবেন। ওই রেলস্টেশন থেকে গাড়ি নিয়ে প্রথমেই পর্যটকদের পৌঁছে দেওয়া হবে জলদাপাড়া এবং সেখানে রিসোর্টে থাকার ব্যবস্থা রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Tips for Sikkim tour: প্রথমবার সিকিম যাচ্ছেন! কী কী ঘুরে দেখবেন? না ঠকতে দেখে নিন ছোট্ট ট্যুর প্ল্যান

প্রথম দিন জলদাপাড়ার এক সিং ওয়ালা গন্ডার সহ বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর দ্বিতীয় দিনে নিয়ে যাওয়া হবে চিলাপাতা। এর সঙ্গে দেখানো হবে খয়েরবাড়ি, টোটোপাড়া ইত্যাদি। দক্ষিণ খয়েরবাড়িতে যে রেসকিউ সেন্টার রয়েছে সেখানে পর্যটকদের চিতাবাঘ দেখার সৌভাগ্য হতে পারে। তবে এখানে প্রবেশের জন্য নিজেদের টিকিট করতে হবে। এরপর চিলাপাতাতেই রাতে থাকার ব্যবস্থা থাকবে। সেখানে থাকবে বন ফায়ার ও বারবিকিউয়ের ব্যবস্থা।

পর্যটকদের তৃতীয় দিনে নিয়ে যাওয়া হবে বক্সা টাইগার রিজার্ভ। তারপর নিয়ে যাওয়া হবে জয়ন্তী। যাওয়ার পথে ঘুরে দেখানো হবে সিকিয়াঝোরা। এই জায়গাকে ডুয়ার্সের অ্যামাজন বলা হয়ে থাকে। এছাড়াও সুযোগ রয়েছে লেপচাখা গ্রামে প্রবেশের। এই গ্রামটি না ঘুরলে নাকি এই ঘোরা সার্থক হবে না। ছবির মত সুন্দর এই গ্রাম। এইভাবে তিন দিন কাটানোর পর চতুর্থ দিনে হাসিমারা অথবা নিউ কোচবিহার রেলস্টেশনে ফেরার পালা। এই প্যাকেজের মধ্য দিয়ে কোন পর্যটক যদি ঘুরতে যান তাহলে তাকে থাকা-খাওয়া থেকে শুরু করে অন্যান্য কোন কিছু খরচের জন্য চিন্তা করতে হবে না। গোটা প্যাকেজের জন্য একেক জন পর্যটকের মাথাপিছু খরচ হবে ৭৫০০ টাকা।

Advertisements