সোনা কিনতে গিয়ে মনে হচ্ছে ঠকিয়ে দিচ্ছে! মিসড কল করে জেনে নিন দাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের প্রায় সব দেশের বাসিন্দাদের মধ্যেই সোনার (Gold) প্রতি আলাদা আকর্ষণ রয়েছে। যে কারণে প্রতিদিনই বিশ্বের প্রতিটি দেশেই বিপুল পরিমাণে হলুদ ধাতুর বেচাকেনা লক্ষ্য করা যায়। তবে বিশ্বের অন্যান্য দেশের থেকে কিছুটা হলেও বেশি সোনার উপর আকর্ষণ দেখা যায় ভারতীয়দের মধ্যে। ভারতের মতো বাজারে প্রতিদিনই কোটি কোটি টাকার সোনার লেনদেন হয়ে থাকে।

Advertisements

গত কয়েক বছরের দিকে নজর রাখলে দেখা যাবে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সোনার দামে ব্যাপক ওঠানামা হয়েছে। আজ সোনার যে রেট দেখছেন কাল যখন কিনতে যাচ্ছেন, দেখছেন তা নেয়। অধিকাংশ ক্ষেত্রেই দাম বাড়তে দেখা যায়। কখনো কখনো ক্রেতাদের ভাগ্য ভাল থাকলে বেশি দাম দেখে দোকানে গিয়ে কম দামে সোনা পান। তবে এমন সৌভাগ্যবান খুব কম মানুষকে হতে দেখা যায়।

Advertisements

আবার আরও একটি বিষয় ক্রেতাদের থেকে হামেশায় জানতে পারা যায়, সেই বিষয়টি হল বিভিন্ন দোকানে সোনার দামে হেরফের। এমন পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি হয়। কেউ কেউ ভেবে থাকেন তাদের হয়তো বিক্রেতারা ঠকাচ্ছেন। এমন সন্দেহ থাকলে আপনি সেই সন্দেহ দূর করতে পারেন চুটকিতে। কেননা এমন একটি নম্বর এবার চালু করা হয়েছে যাতে মিসড কল দিলেই সোনার রেট কি চলছে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়।

Advertisements

আরও পড়ুন ? মাত্র ১০০ টাকায় কেনা যাবে সোনা! গরিবদের কথা ভেবে দারুণ স্কিম আনল TATA

এমন সন্দেহ অথবা ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই রয়েছেন যারা এদিক ওদিক জিজ্ঞাসা করে থাকেন সোনার দাম কত চলছে তা নিয়ে। তবে জেনে রাখা দরকার, কোথাও কোনো রকম জিজ্ঞেস না করেই ওই নম্বরটিতে মিসড কল দিলেই আপনি ১৮ ক্যারেট এবং ২২ ক্যারেটের সোনার গয়নার রেট কি চলছে জানতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ২৪ ক্যারেটের সোনা হল ৯৯% বিশুদ্ধ সোনা, কিন্তু তা দিয়ে গয়না তৈরি করা যায় না।

যে নম্বরটিতে মিস কল করার কথা বলা হচ্ছে, সেই নম্বরটি হল ৮৯৫৫৬৬৪৪৩৩। এই নম্বরে কল করলেই ১-২ বার রিং হওয়ার পর আপনার ফোনটি নিজে থেকেই কেটে যাবে। অর্থাৎ ওই নম্বরে আপনার নম্বর থেকে একটি মিসড কল চলে যাবে। এরপর এসএমএসে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত চলছে সোনার রেট। সুতরাং এই নম্বর যদি আপনার মোবাইলে সেভ থাকে আর আপনার হাতে যদি কোন মোবাইল থাকে তাহলে সোনার দাম জানা কোন ব্যাপারই না।

Advertisements