নিজস্ব প্রতিবেদন : ১৯৩২ সালে প্রথম পথচলা শুরু করেছিল Air India। এয়ার ইন্ডিয়ার পথচলা শুরু হয়েছিল টাটা গোষ্ঠীর হাত ধরে। যে সময় এর নাম ছিল টাটা এয়ারলাইন্স (TATA Airlines)। পরবর্তীতে এই সংস্থা সরকারি সংস্থা হয় এবং নাম হয় এয়ার ইন্ডিয়া। অন্যদিকে এই সংস্থা ফের ২০২২ সালে টাটা গোষ্ঠী (TATA Group) নিজেদের হাতে নেয়, যখন সংস্থাটি একপ্রকার ধুঁকছিল। টাটা গোষ্ঠীর তরফ থেকে পুনরায় সংস্থাটি নিজেদের হাতে আনার পর এর বিভিন্ন পরিবর্তন আনা শুরু করে দিয়েছে।
ইতিমধ্যেই টাটাদের তরফ থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা আরও উন্নত করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে এয়ার ইন্ডিয়ার পরিষেবা ফের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে গ্রাহক অভিযোগ সেই ভাবে আর সামনে আসতে দেখায় যায় না। বিভিন্ন পরিবর্তনের পাশাপাশি এবার টাটাদের তরফ থেকে এয়ার ইন্ডিয়ার এয়ার হোস্টেস, পাইলটদের পোশাকে বড় বদল আনা হলো। সম্প্রতি সেই সব পোশাকের নয়া লুক সামনে এসেছে।
ডিজাইনিং পোশাক গায়ে চড়িয়ে ককপিটে পাইলট থেকে শুরু করে বিমান সেবিকা এবং বিমানের অন্যান্য ক্রুদের নজরকাড়া ফ্যাশন দিয়ে এয়ার ইন্ডিয়া এক প্রকার নতুন যুগের সূচনা করে দিল। দেশের অন্যতম প্রাচীন এই উড়ান সংস্থার এবার পাইলট, বিমান সেবিকা, ক্রু মেম্বারদের যে নতুন ইউনিফর্ম আনা হয়েছে সেই নতুন ইউনিফর্মের নকশা নিজের হাতে তৈরি করেছেন বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো টানা ছয় দশক পর এয়ার ইন্ডিয়ার ইউনিফর্মে এমন বদল এলো।
এয়ার ইন্ডিয়ার তরফ থেকে তাদের বিমান পরিষেবার পাইলট, বিমান সেবিকা এবং ক্রু মেম্বারদের যে নতুন পোশাক তৈরি করা হয়েছে তা মঙ্গলবার কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এরই সঙ্গে সঙ্গে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, নতুন এই ইউনিফর্ম প্রকাশ করল মূলত এয়ার ইন্ডিয়া তাদের ঐতিহ্যবাহী ইতিহাস ধরে রাখতে এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি দিতে।
Introducing our new Pilot & Cabin crew uniforms, an ode to Air India’s rich history and a promise of a bright future.
These uniforms, envisioned by India’s leading couturier @ManishMalhotra, features three quintessential Indian colours – red, aubergine and gold, representing the… pic.twitter.com/Pt1YBdJlMN
— Air India (@airindia) December 12, 2023
এয়ার ইন্ডিয়া এত বড় একটি সংস্থা যে বর্তমানে তাদের সব ধরনের কর্মীর সংখ্যা আনুমানিক ১০ হাজার। তাদের প্রত্যেকের জন্যই এমন নতুন পোশাক তৈরি করেছেন মনীশ মালহোত্রা। নতুন যুগের যে পোশাক তৈরি করা হয়েছে তাতে লাল, আবার্গিন ও সোনালি রঙের সুতোয় কাজ হয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে লেখা হয়েছে, তাদের এই নতুন পোশাক প্রাণবন্ত ও নতুন ভারতের প্রতীক হয়ে উঠবে।