নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের অধিকাংশ বাড়িতে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন (Cooking Gas Connection)। রান্নার গ্যাস কানেকশন পৌঁছে যাওয়ার পাশাপাশি এখন আর কাঠ কয়লা সহ অন্যান্য জ্বালানির ব্যবহার প্রায় বন্ধ। তবে রান্নার গ্যাসের দাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলতে দেখা যায় গৃহস্থালিদের। যদিও সরকারের তরফ থেকে এখন ভর্তুকীর পরিমাণ বৃদ্ধি করে দামের ক্ষেত্রে অনেকটাই লাগাম টানা হয়েছে।
কিন্তু জানেন কি? এখন আপনি রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি যে ভর্তুকি (Subsidy) পাচ্ছেন সেই ভর্তুকি পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যেতে পারে। ভর্তুকি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে যদি সরকারের নির্দেশিকা অমান্য করা হয়। এক্ষেত্রে সরকারের তরফ থেকে প্রতিটি রান্নার গ্যাস ব্যবহারকারীদের বায়োমেট্রিক কেওয়াইসি আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রাহকদের কাছে সরাসরি এই নির্দেশ এসে না পৌঁছালেও ডিলারদের কাছে পৌঁছেছে এবং সেই কাজ সেরে ফেলার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।
সরকারের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যেই গ্যাস ডিলারদের এই কাজ সেরে ফেলতে হবে। সুতরাং বোঝাই যায়, এমন কাজটি সেরে ফেলার জন্য হাতে খুব একটা সময় নেই। এখন প্রশ্ন হল কিভাবে বায়োমেট্রিক কেওয়াইসি আপডেট করতে হবে গ্রাহকদের? সময়ের মধ্যে সেই কাজ সেরে ফেলা যাবে তো?
আরও পড়ুন ? LPG Biometric Update: রান্নার গ্যাসে ভর্তুকি পেতে KYC বাধ্যতামূলক! কীভাবে করবেন এই জরুরি কাজ
রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে গ্রাহকদের বায়োমেট্রিক কেওয়াইসি আপডেট করার বিষয়ে প্রথমদিকে গ্যাস ডিলারদের মধ্যে বিভ্রান্তি ছিল। প্রথমদিকে শোনা যাচ্ছিল গ্রাহকদের গ্যাস ডিলারের কাছে যেতে হবে এবং সেখানে গিয়ে বায়োমেট্রিক আপডেটের কাজ করাতে হবে। কিন্তু পরে জানা যায়, ডিলারদের কাছে গ্রাহকদের যাওয়ার প্রয়োজন নেই। বরং তাদেরই দায়িত্ব গ্রাহকদের কাছে পৌঁছে তাদের বায়োমেট্রিক আপডেট করা।
এছাড়াও শোনা যাচ্ছিল, এই কাজটি করা হবে রান্নার গ্যাস ডেলিভারি ম্যানদের মাধ্যমে। তারা যখন বাড়ি বাড়ি গিয়ে রান্নার গ্যাস ডেলিভারি দেবেন তখনই তারা এই কাজ করে ফেলবেন। এর জন্য তাদের মোবাইলে দেওয়া হবে একটি করে বিশেষ অ্যাপ। যে অ্যাপের মাধ্যমেই গ্রাহকদের আঙ্গুলের ছাপ অথবা মুখের ছবি সংগ্রহ করা যাবে। কিন্তু এখন আবার Indane সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে, বায়োমেট্রিক আপডেট করার কাজ এজেন্সির কাছে গিয়ে করতে হবে।