নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ভারতবর্ষের প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। তবে বহু ক্ষেত্রেই চাহিদা মত টিকিটের যোগান রেলের তরফ থেকে যদি দেওয়া যায় তাহলে এই সংখ্যাটা আরও কয়েকগুণ বেড়ে যাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। টিকিটের যোগান দেওয়ার জন্য রেলকে বাড়াতে হবে আরও ট্রেনের সংখ্যা। রেলে তরফ থেকে বিভিন্ন সময় এমন উদ্যোগও নেওয়া হয়ে থাকে। কেননা ভারতীয় রেল (Indian Railways) সব সময় যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা প্রদানে বদ্ধপরিকর।
রেলের তরফ থেকে এই সকল বিষয়ে নজর রাখার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত দেশের বিভিন্ন রুটে নতুন নতুন ট্রেন চালানো থেকে শুরু করে নতুন রুট তৈরি করার কাজ করা হচ্ছে। এসবের মধ্যেই রেলের তরফ থেকে ভারতের রেল ট্র্যাকে নামানো হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যে বন্দে ভারত এক্সপ্রেস এখন ভারতীয়দের কাছে গর্বের ট্রেন হয়ে দাঁড়িয়েছে। এবার এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়েই একটি সুখবর আসতে চলেছে। সেই সুখবর শ্রীরাম ভক্তদের জন্য।
দীর্ঘ বিতর্কের পর ২০২০ সালে সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) তৈরির কাজ শুরু হয়েছে। রাম মন্দির তৈরির সেই কাজ হাতে গোনা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে এবং জানুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধন হবে। রাম মন্দির উদ্বোধন নিয়ে যখন দেশের সনাতনধর্মী মানুষেরা আবেগে ভাসছেন ঠিক সেই সময় আবার রাম মন্দিরের সঙ্গে বন্দে ভারত ট্রেনে জুড়ে দেওয়ার পরিকল্পনার একটি খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই খবর যেকোনো রাম মন্দিরগামী ভক্তদের কাছে সুখবর।
আরও পড়ুন ?হাওড়ার বদলে অন্য স্টেশন, রাজ্যে নতুন বন্দে ভারত চালু হওয়া নিয়ে জল্পনা
ভারতীয় রেলের তরফ থেকে অযোধ্যা যাওয়ার জন্য যে বন্দে ভারত চালানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেটি চালানো হতে পারে পাটনা জংশন থেকে। রাম মন্দির উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন এই বন্দে ভারতের সূচনা হতে পারে বলেই সূত্রের খবর। এই ট্রেনটি সম্পর্কে যে খবর সূত্র মারফত মিলছে তাতে পাটনা থেকে ট্রেনটি অযোধ্যা হয়ে লখনৌ পর্যন্ত চলাচল করতে পারে। এক্ষেত্রে পাটনা এবং লখনৌ সহ এই রুটে যেসব স্টেশন রয়েছে সেই সব স্টেশনের যাত্রীরা বন্দে ভারতে চড়ে অযোধ্যার রাম মন্দির আসতে পারবেন।
সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে পাটনা-অযোধ্যা-লখনৌ এবং লখনৌ-অযোধ্যা-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস চালুর জন্য রেলের তরফ থেকে প্রায় সব প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোন ঘোষণা অথবা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অন্যদিকে জানা যাচ্ছে রাম মন্দির উদ্বোধনের মতোই নতুন এই বন্দে ভারত ট্রেনটিও উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত দিয়ে।