OTP must be given in the new rules of UPI Payment: আজকাল এদেশের খুচরো লেনদেনের চিত্র একেবারে বদলে দিয়েছে UPI পেমেন্ট এর মাধ্যমে। জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কয়েক মিনিটের মধ্যেই কিভাবে হচ্ছে লাখ লাখ টাকার ট্রানজাকশন। শুধু বড় বড় শপিং মল নয় ছোট্ট সবজির দোকান থেকে শুরু করে ফুচকার দোকানেও চলছে অনলাইন লেনদেন। ভাবতেও অবাক লাগছে বর্তমান যুগ কতটা এগিয়ে গেছে। তবে সুযোগের সদ্ব্যবহার করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে প্রতারকেরাও। কখনও কখনও কাউকে ইউপিআই আইডির লিঙ্ক পাঠিয়ে বা কাউকে কিউআর কোড পাঠিয়ে ‘প্রতারণা’ করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারের তরফেও সাধারণ মানুষকে বাঁচানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে জোরকদমে (UPI Payment new Rules)।
সূত্র মারফত জানা গেছে যে, ইউপিআই পরিষেবা সরবরাহকারী সরকারি সংস্থা ‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই এর সঙ্গে অর্থ মন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক ও ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জালিয়াতির এই বিষয়ে বিস্তারিত আলোচনা চালাচ্ছে। এরমধ্যেই বেশ কিছু প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা চলছে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার (UPI Payment new Rules)।
এতবড় পদক্ষেপ নেওয়ার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো ডিজিটাল পেমেন্টকে অতিরিক্ত নিরাপদ করা এবং ‘স্ক্যামারদের’ হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা। সেই জন্য সব সরকারি সংস্থাই একসঙ্গে কাজ করছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী UPI-তে মোটা অঙ্কের টাকা লেনদেন করার ক্ষেত্রে UPI পিন ছাড়াও অন্য একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত (UPI Payment new Rules)।
আরও পড়ুন ? UPI থেকে আধার কার্ড! ডিসেম্বর মাসেই সেরে ফেলতে হবে এই ৪ কাজ! নাহলে ভোগান্তি
প্রতারকেরা বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে ঠকায়। এরমধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, এসএমএসের মাধ্যমে প্রতারণা। সাধারণ মানুষ খুব সহজেই এই ফাঁদে পা দিয়ে ফেলে। লটারি জেতা বা প্রচুর টাকা পাওয়ার কথা জানিয়ে লোকেদের এসএমএস পাঠায় এবং তার সাথে থাকে একটা লিঙ্কও। যদি কোনো ব্যক্তি ওই লিঙ্কে ক্লিক করে তাহলেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। এরপর শুরু হবে অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়া। সম্প্রতি প্রতারকরা কিউআর কোড ব্যবহার করেও প্রতারণার ঘটনা ঘটিয়েছে। এক্ষেত্রে একটি QR কোড পাঠানো হয়। মানুষকে নানা লোভনীয় অফার দিয়ে ওই কিউআর কোড স্ক্যান করতে বলা হয়। স্ক্যান করার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য প্রতারকদের কাছে চলে যায়। সেই কারণেই সরকারের এই বিশেষ পদক্ষেপ (UPI Payment new Rules)।
আপনি যখন UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করেন তখন UPI PIN দিতে হয়। কিন্তু সরকারের পরিকল্পনা অনুযায়ী, খুব তাড়াতাড়ি এমন একটি ফিল্টার চালু হতে চলেছে, যেখানে একটি নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি অর্থপ্রদান করতে OTP- ও বসাতে হবে। একাধিক ব্যাঙ্ক তাদের এটিএম-এও এই বিশেষ ধরনের সুবিধা চালু করেছে। যদি আপনি ATM থেকে টাকা তুলতে চান পিন কোড সহ ওটিপি নম্বর লিখতে হবে।