Reliance Industries: আখের ছিবড়ে নিয়ে ব্যবসা করবেন আম্বানি! বড় পরিকল্পনা রিলায়েন্সের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Industries will now make biogas from sugarcane pulp: শুধু ভারতে নয় সমগ্র বিশ্বে তিনি ধনী শিল্পপতি হিসাবে জনপ্রিয়। বিভিন্ন ব্যবসায় তিনি একনাগারে সফলতা অর্জন করেছেন। রিলায়েন্স গোষ্ঠীর (Reliance Industries) কথা জানেনা এমন মানুষ শুধু এদেশে কেনো বিশ্বেও শোনা যাবেনা। তারা বড় সিদ্ধান্ত নিতে চলেছে কমপ্রেসড বায়োগ্যাস বা সিবিজি উৎপাদনে। ইতিমধ্যেই রিলায়েন্স গোষ্ঠীর চেয়ার‍ম্যান মুকেশ আম্বানি ভারতের চিনিকলগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে এই প্রসঙ্গে। এর প্রধান উদ্দেশ্য হলো চিনিকলগুলি থেকে আখের ছিবড়ে সরবরাহ নিশ্চিত করা। প্রতিদিন কয়েক হাজার টন আখের ছিবড়ে দিতে একমাত্র চিনিকলগুলিই পারবে। সূত্র মারফত জানা গেছে যে, চিনিকলগুলির সরবরাহ করা আখের ছিবড়ে থেকেই বায়োগ্যাস উৎপাদন করার পরিকল্পনা করেছে রিলায়েন্স।

Advertisements

আম্বানি (Reliance Industries) সেপ্টেম্বর মাসে ঘোষণা করেছিলেন, ভারতে আগামী পাঁচ বছরের মধ্যে গড়ে তোলা হবে ১০০টি সিবিজি প্লান্ট। পাশাপাশি আদানি গোষ্ঠীর সংস্থাও পরিকল্পনা করছে আগামী পাঁচ বছরে দেশে গড়ে তুলবে পাঁচটি সিবিজি প্লান্ট। রিলায়েন্স ও বিপি-র যৌথ সংস্থা জিয়ো-বিপি সিবিজি ও বায়ো-সিএনজির খুচরো বিক্রি করবে। দুটোই সিএনজি-চালিত গাড়িতে সিএনজির বদলে ব্যবহৃত হবে।

Advertisements

তথ্য অনুযায়ী জানা গেছে যে, পুণের সংস্থা থারম্যাক্স এভারএনভায়রো রিসোর্স ম্যানেজমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে থারম্যাক্স বায়োএনার্জি সলিউশনস তৈরি করেছে। অর্থাৎ থারম্যাক্স বায়োএনার্জি বায়ো-সিএনজি প্রকল্প ফিরে তুলবে। শিল্পমহলে এরফলে আসবে উন্নতি এবং ভারতে আগামী পাঁচ বছরে এই খাতে প্রায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। এভারএনভায়রোর শাখা সংস্থা গ্রিন গ্রোথ ইক্যুইটি ফান্ড ১৪টি সিবিজি প্লান্ট গড়ে তোলার পরিকল্পনা করছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই রিলায়েন্স গোষ্ঠী (Reliance Industries)।

Advertisements

আরও পড়ুন ? বিপুল সম্পত্তি বাড়ল আম্বানির! রিলায়েন্সে বিনিয়োগকারীরাও লাভ করলেন কোটি কোটি টাকা

তবে কোনদিক থেকে পিছিয়ে নেই ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলিও। এরমধ্যে ইন্ডিয়ান অয়েল, বিপিসিএল ও এইচপিসিএল সিবিজি প্লান্ট তৈরির জন্য বহু ইচ্ছাপত্র জমা দিয়েছে। আপনারা অনেকেই হয়ত জানেন না যে, কেন্দ্রীয় সরকারের সাসটেইনেবল অল্টারনেটিভ টুওয়ার্ডস অ্যাফর্ডেবল ট্রান্সপোর্টেশন প্রকল্পের আওতায় ইন্ডিয়ান অয়েল ২২টি সিবিজি প্লান্ট চালু করেছে। সিটি গ্যাস গ্রিডে সিবিজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেইল। এছাড়া, গ্রিন হাইড্রোজেন উৎপাদনেও সিবিজি ব্যবহৃত হয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রি (Reliance Industries) বায়োগ্যাস তৈরি করে ভারতের শিল্পমহলে এক যুগান্তকারী বিপ্লব আনবে।

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সম্প্রতি পাইপের মাধ্যমে এই প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে। কেন্দ্র কিন্তু ১ শতাংশ বায়োগ্যাস ব্লেন্ডিং বাধ্যতামূলক করেছে। আগামী ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে প্রস্তাব করা হয়েছে এই ব্লেন্ডিং বাড়িয়ে ৫% করা হবে। যদি প্রাকৃতিক গ্যাসের সঙ্গে ৫% বায়োগ্যাসের ব্লেন্ডিং করা হয় তাহলে তরল প্রাকৃতিক গ্যাস আমদানি খাতে ১.১৭ বিলিয়ন ইউএস ডলার বাঁচাতে পারবে ভারত। এছাড়াও, মাথাপিছু কার্বন-ডাই-অক্সাইড নির্গমনও ২% কমবে। সরকারের হিসাব অনুযায়ী, বাধ্যতামূলক সিএনজি ব্লেন্ডিংয়ের ফলে দেশে প্রায় ৩৭,৫০০ কোটি টাকার নতুন লগ্নি আসবে এবং কমপক্ষে ৭৫০টি সিবিজি প্রকল্প ২০২৮-২৯ সালের মধ্যে ভারতে গড়ে উঠবে। এতে পরিবেশ দূষণও হবেনা কারণ বায়োগ্যাস বিভিন্ন জৈববর্জ্য থেকে তৈরি হয়, তাই চাষিদেরও বিকল্প আয়ের সংস্থান হবে।

Advertisements