Maruti Suzuki Wagonr CNG: ৩৪ কিমি মাইলেজ! ১০৬ টাকার পেট্রোল নিয়ে চিন্তার দিন শেষ! এসে গেল মারুতির নতুন গাড়ি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Maruti Suzuki launches Wagonr CNG with excellent mileage: বর্তমান গাড়ির বাজারে পেট্রোল ডিজেলের পাশাপাশি রয়েছে আরও কিছু বিকল্প। হ্যাচব্যাক সেগমেন্টে প্রচুর বিকল্প আছে। পাশাপাশি এই ধরনের গাড়িতে আপনি পেয়ে যাবেন ইচ্ছেমতো মাইলেজ। আজকের প্রতিবেদনে যে চার চাকাটি সম্পর্কে আমরা আলোচনা করব তার মাইলেজ যেমন দুর্দান্ত দামও তেমন সস্তা (Maruti Suzuki Wagonr CNG)। দেরি না করে জেনে নিন গাড়িটির নাম কি? পেট্রোল কিংবা ডিজেল গাড়ির তুলনায় এই গাড়ি আপনাকে অনেকটাই মাইলেজ দেবে।

Advertisements

গাড়িটি হলো মারুতি সুজুকি ওয়াগন আর (Maruti Suzuki Wagonr CNG)। গাড়ির LXI ভ্যারিয়েন্টে CNG অপশন পাওয়া যায়। জানলে আশ্চর্য হবেন যে এই গাড়িতে প্রতি লিটার জ্বালানিতে অবিশ্বাস্য রকমের মাইলেজ দেবে, প্রতি কেজিতে ৩৪ কিলোমিটার মাইলেজ দিতে পারে এই চার চাকা। গাড়ি কিনবেন অনেকদিন ধরে ভাবছেন কিন্তু দামের জন্য এতদিন সেই স্বপ্ন পূরণ করতে পারেননি তাহলে দেরি না করে আজই এই অপশনটি বেছে নিন। বাজেটের মধ্যে এমন দমদার মাইলেজ সম্পন্ন গাড়ি একটি ভালো বিকল্প হতে পারে।

Advertisements

যদি গাড়ি কিনতে চান তাহলে এই অফারটি হাতছাড়া করবেন না। মাত্র ৬৮ হাজার টাকায় আপনি বাড়িতে নিয়ে আসুন maruti suzuki র এই গাড়িটি (Maruti Suzuki Wagonr CNG)। ভাবছেন চারচাকা গাড়ির দাম এত সস্তা আদৌ কি সত্যি? এটি একেবারেই সত্যি কথা। গাড়ির সিএনজি ভ্যারিয়েন্টের দাম ৬.৪৪ লাখ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। অন-রোড প্রাইস পড়বে প্রায় ৭.২৩ লাখ টাকা। কিন্তু ধরুন কারুর বাজেট যদি এত বেশি না হয় তাহলে সে এই ধরনের গাড়ি কিভাবে কিনবে? মাত্র ৬৮,০০০ টাকা দিলেই পেয়ে যাবেন গাড়ির চাবি।

Advertisements

আরও পড়ুন ? Maruti Suzuki Grand Vitara: বালাই নেই GST-র, ১.০৮ লক্ষ টাকা সস্তায় মারুতির SUV গাড়ি! সুযোগ কেবল এই শোরুমে

তাহলে আপনাকে বিস্তারিতভাবে প্রতিবেদনটি পড়তে হবে, আসুন জেনে নিই কিভাবে এত সস্তায় আপনার বাড়িতে চলে আসবে এই গাড়িটি (Maruti Suzuki Wagonr CNG)। গাড়ি কেনার জন্য ৬৮,০০০ টাকা ডাউন পেমেন্ট যদি করেন তাহলে ব্যাঙ্কের তরফে ৬,৫৫,৮০১ টাকা লোন ইস্যু করা হবে। এই লোন যদি আপনি ৯.৮ শতাংশ হারে পান এবং মেয়াদ ৫ বছর থাকে তাহলে EMI জমা দিতে হবে ১৩,৮৯৬ টাকা। মেয়াদের ক্ষেত্রে বাড়ানো কমানো যেতে পারে। EMI পরিমাণ করা হবে সেই বিষয়ে। ৫ সিটারের এই হ্যাচব্যাকে রয়েছে ১ লিটার ইঞ্জিন যা সর্বোচ্চ ৫৫.০২ হর্সপাওয়ার এবং ৮২.১ এনএম টর্ক উত্পন্ন করতে পারে। এর সাথে আছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

এই গাড়িটির সর্বোচ্চ গতি হলো ১৫২ কিমি প্রতি ঘণ্টা। CNG-তে প্রতি কেজিতে ৩৪ কিলোমিটার মাইলেজ পাবেন। এছাড়াও গাড়িতে যেসব অত্যাধুনিক ফিচারস আছে সেগুলি হল, আরাম ও বিনোদনের জন্য রয়েছে টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ৪ স্পিকার, রেডিও, এয়ার কন্ডিশনিং, রিয়ার পার্কিং সেন্সর, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোস রিয়ার সিট হেডরেস্ট, নেভিগেশন সিস্টেম ইত্যাদি। পাশাপাশি আছে সেফটি ফিচার্স যেমন – ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং, সেন্ট্রাল লকিং, স্পিড এলার্ট ইত্যাদি।

Advertisements