If you invest in this New Jeevan Shanti Plan of LIC, you will get good returns: ভারতের সবথেকে বড় বীমা কোম্পানি এবং বিনিয়োগকারী সংস্থা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি। বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-এর দুর্দান্ত একটি বিনিয়োগের পলিসি হল জীবন শান্তি প্ল্যান (New Jeevan Shanti Plan)। যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য এরথেকে ভালো বিকল্প আর হয়না। নতুন জীবন শান্তি পরিকল্পনা হল একটি একক প্রিমিয়াম পরিকল্পনা৷ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-এর নতুন জীবন শান্তি পরিকল্পনার প্ল্যান নম্বর হল ৮৫৮।
যেসব বিনিয়োগকারীরা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর এই নয়া জীবন শান্তি পরিকল্পনাতে (New Jeevan Shanti Plan) বিনিয়োগ করেছেন তারা এখন ক্রয় মূল্যের প্রতি ১০০০ টাকায় ৩ টাকা থেকে ৯.৭৫ টাকা পর্যন্ত পুরষ্কার পাবেন৷ এই পলিসিতে যে বোনাস পাবেন তা পলিসির ক্রয় মূল্য এবং নির্বাচিত বিলম্ব সময়ের উপর নির্ভর করবে। নয়া এই পলিসির দ্বারা পলিসিধারক তার সারাজীবনের একটি নিশ্চিত মাসিক আয় পাবেন।
আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই নয়া প্ল্যানে বিনিয়োগ করেন আপনাকে কমপক্ষে ১,৫০,০০০ টাকার প্ল্যান কিনতে হবে। এলআইসি এর নতুন জীবন শান্তি পরিকল্পনায় (New Jeevan Shanti Plan) বিনিয়োগের কিন্তু কোনও উচ্চ সীমা নেই। কিন্তু এই বিশেষ প্রকল্পে কিছু নির্দিষ্ট ন্যূনতম এবং সর্বোচ্চ বার্ষিক মানদণ্ড রয়েছে। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন।
আরও পড়ুন ? LIC গ্রাহকদের জন্য বড় খবর! বিশাল পালক জুড়ল মুকুটে, শুনলে গর্বে বুক ভরে যাবে
আপনি কি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন জীবন শান্তি পরিকল্পনায় (New Jeevan Shanti Plan) বিনিয়োগ করতে আগ্রহী? তাহলে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এই পলিসিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩০ বছর। এলআইসির এই নতুন জীবন শান্তি পরিকল্পনায় প্রবেশের সর্বোচ্চ বয়স হলো ৭৯ বছর। এই পলিসির ন্যূনতম ভেস্টিং বয়স ৩১ বছর।
যারা ভবিষ্যতের জন্য সুরক্ষিত নিশ্চিত বিনিয়োগ করতে চান তারা এই পলিসিতে অবশ্যই বিনিয়োগ করবেন। LIC এর জীবন শান্তি পরিকল্পনায় সর্বোচ্চ বিনিয়োগ করার বয়স হলো ৮০ বছর। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই পরিকল্পনায় ন্যূনতম ডিফারমেন্ট পিরিয়ড আপনি পাবেন ১ বছর। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর নয়া জীবন শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত মাসিক আয় হলো প্রতি মাসে ১০০০ টাকা। প্রতি ত্রৈমাসিকে বিনিয়োগকারী পাবেন ৩০০০ টাকা। আবার প্রতি অর্ধ বছরে ৬,০০০ টাকা এবং প্রতি বছরে ১২,০০০ টাকা পাওয়া যাবে।