Spelling will be lakh or lac while writing the check: আর্থিক লেনদেনের ক্ষেত্রে চেকের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি যখন বড় অঙ্কের টাকার লেনদেন করবেন তখন আপনার চেকের প্রয়োজন পরে। কিন্তু চেক লেখার সময় অবশ্যই কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। চেক লিখতে গিয়ে ভুল বানান যদি আপনি লেখেন তাহলে সেই চেক কখনই গ্রাহ্য হবেনা (Spelling on Cheque)। তাহলে আজকের প্রতিবেদনটিতে আমরা সেইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে নেব।
আমরা সবাই জানি যে, ব্যাঙ্কের যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম কিন্তু অনেকেই চেকের মাধ্যমে করে। তাই গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসের মধ্যে একটি হল চেক! টাকা লেন দেনের ক্ষেত্রে চেকের দরকার সব সময় হয়। পাশাপশি অনেক দরকারি কাজেও চেক দরকার পড়ে। চেক ছাড়া বড় বড় কাজ সবই আটকে যাবে। কিন্তু সম্প্রতি এই চেকে টাকার অ্যামাউন্ট লেখা নিয়ে নানা ধরনের অসুবিধে তৈরি হয়েছে (Spelling on Cheque)।
আপনি যদি সংখ্যায় লেখেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা নয়। কিন্তু ধরুন আপনাকে দশ লক্ষ লিখতে বলা হল আপনি সংখ্যায় লিখে ফেলতেই পারবেন সহজেই। তবে সমস্যা তৈরি হবে তখনই যখন পুরো বিষয়টা ভাষায় মানে ইংলিশ বানানে লিখতে হয়। আর সমস্যা তৈরি হয় এই Lakh না lac লেখা নিয়ে (Spelling on Cheque)।
আমরা অনেকেই জানিনা চেকের ক্ষেত্রে সঠিক কোন বানানটা লিখতে হয়। অর্থাৎ আপনি চেক লেখার সময় Lakh না lac লিখবেন তাই নিয়ে সমস্যা থেকেই যায় (Spelling on Cheque। এই নিয়ে কিন্তু অনেকেই গণ্ডগোল করে ফেলেন। আর যদি কোনো কারণে এই ভুলের জন্য আপনার চেক গ্রাহ্য হয় না ব্যাঙ্কে তখন কি করবেন? তাহলে আপনাকে জানতে হবে আসল নিয়ম!
আপনি কি জানেন এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাঙ্কের বানান লেখার ক্ষেত্রে একটি নির্দেশিকা আছে। সেখানে এই সমস্ত বিষয়ে বিস্তারিত বলা আছে। আপনি ওখান থেকেই জানতে পারবেন কোনটা লিখবেন আর কোনটা লিখবেন না। অর্থাৎ Lakh না lac লিখবেন জেনে নিন ওখান থেকেই। নির্দেশিকায় বলা হয়েছে লক্ষ টাকা লেখার সময় ইংরেজিতে ‘Lakh’ কথাটি লিখতে হবে। ব্যাংকিং পরিভাষায় ‘Lakh’ বানানটি সঠিক। এই বানানটি ব্যবহার করা উচিত।