Poop Donate: পায়খানা বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার! এভাবেই চলছে রমরমিয়ে ব্যবসা

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Earning crores of rupees only by Poop Donate: জীবনে খাওয়া বা ঘুম যেমন প্রয়োজনীয় তেমনি মলত্যাগও একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তিয় ক্রিয়া। প্রায় প্রত্যেকটি মানুষ কিন্তু দিনে অন্তত একবার মলত্যাগ করে। এটাই মানুষের সহজাত প্রক্রিয়া। আপনাকে যদি বলা হয় আপনার প্রতিদিনের মলের দাম ৫০০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৪১ হাজার টাকা! আপনি কি আদৌ বিশ্বাস করবেন এইকথা? তাই বলে ভাববেন না এটা মিথ্যে কথা। একেবারে ১০০ শতাংশ খাঁটি সত্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই মল দান করে বড়লোক হওয়ার ম্যাজিক মন্ত্র দেওয়া হয়েছে। ভাইরাল সেই ভিডিয়ো অনুযায়ী কোনও ব্যক্তি তাঁর একদিনের মলের জন্য ৫০০ ডলার পর্যন্ত কামাতে পারবেন (Poop Donate)। আসুন জেনে নিই আসল ব্যাপারটা কী?

Advertisements

Goodnatureprogram.com ওয়েবসাইট এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো মানুষ তার একদিনের মলের বিনিময়ে (Poop Donate) পেয়ে যাবে ৫০০ ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রা অনুসারে ৪১ হাজার টাকা। তাহলে আপনার মাসে আয় হবে ১৫০০ ডলার বা প্রায় ১২ লক্ষ টাকা এবং বছরে ১,৮০০,০০ ডলার বা ১ কোটি ৫০ লক্ষ টাকা। নেট দুনিয়াতে, ইনস্টাগ্রামে সম্প্রতি টলার.টি (taller.t) নামে একজন ইউজার এই অদ্ভুত ভিডিয়ো পোস্ট করেছেন। ভাইরাল ভিডিয়োতে বলা হয়েছে, কোনো মানুষ সহজেই মল দান করে বছরে ১ কোটি ৫০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবে। কিন্তু কেনো দেওয়া হবে এই টাকা? Goodnatureprogram.com নামে এক মার্কিন ওয়েবসাইট এই টাকা দিচ্ছে।

Advertisements

এই ঘটনার পিছনে আসল কারণটি কি? মানুষের অন্ত্রে মাইক্রোবায়োম নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। কিন্তু বহু ক্ষেত্রে যদি মানব শরীরে রোগ হয় তাহলে রোগীদের শরীরে এই ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যায়। যাতে এর ভারসাম্য বজায় থাকে, সেই জন্যে এই ব্যাকটেরিয়া রোগীর শরীরে প্রবেশ করানো হয়। আর এই ব্যাটেরিয়া সংগ্রহ করা হয় মানুষের মল থেকে। একমাত্র সেই কারণেই কোটি টাকা দিয়ে মানব মল কিনছে (Poop Donate) এই “goodnatureprogram.com” ওয়েবসাইট।

Advertisements

আরও পড়ুন ? ঘুমিয়ে কামাল, ৫ লক্ষ টাকা জিতে নিলেন এই ২৬ বছরী বঙ্গতনয়া

কিন্তু এই মল সবাই দান করতে পারবেন না। স্বাস্থ্য পরীক্ষা এবং ভিডিয়ো স্ক্রিনিংয়ের মাধ্যমেই এই মল দাতাদের নির্বাচন করা হবে। দাতা নির্বাচনের প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দাতাদের কাছ থেকে তাদের মলের নমুনা সংগ্রহ করা হয়। সেই নমুনা পরীক্ষা করা দেখা হয় এবং মল নিয়ে চিকিৎসক ও গবেষকদের কাজ হবে কিনা সেটাও খতিয়ে দেখা হয়। এত কিছু জানার পরই ব্যক্তির কাছ থেকে নিয়মিত মল সংগ্রহ করা হয় (Poop Donate)।

জানলে অবাক হবেন এরমধ্যেই আমেরিকা ও কানাডায় এই মল বিক্রির প্রবণতা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অনেকেই এই পদ্ধতি অবলম্বন করে আয় করছেন। এমনকি আশ্চর্য হলো ব্যাপারটা রীতিমতো ব্যবসার জায়গায় চলে গিয়েছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর, অনেকেই মজার ছলে বলেছেন, এর মানে আমি শৌচাগারে ১০ লক্ষ ডলার ফ্লাশ করছি?

Advertisements