Financial Rules Change: ব্যাঙ্ক থেকে ITR, ডিসেম্বরে বদলাচ্ছে ৫ নিয়ম! না জানলে টান পড়তে পারে পকেটে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Several rules are going to change in the financial sector in December: ডিসেম্বর মাসের শেষেই বিনিয়োগকারীদের করতে হবে বহু কাজ। একেবারেই ঘাবড়াবেন না আসলে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সময়সীমা রয়েছে(Financial Rules Change)। বহু গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পাঁচটি এমন কাজ আছে যা এ বছরের মধ্যে সারতে হবে বিনিয়োগকারীদের। এর সঙ্গে জড়িত আছে, মধ্যবিত্ত আর্থিক লেনদেন। বছর শেষে এই কাজগুলো মেটাতে না পারলে সমস্যায় পড়তে হতে পারে আমজনতাকে। মিউচুয়াল ফান্ডের নমিনেশন থেকে শুরু করে আয়কর রিটার্ন (ITR) ফাইল করা এবং একাধিক কাজও রয়েছে।

Advertisements

আমজনতাকে জানতে হবে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১শে জুলাই ২০২৩। এমন অনেক ব্যক্তি আছেন যারা নির্ধারিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করেনি তাদের জন্য বাড়তি সময়সীমা হলেও এই বছরের ৩১শে ডিসেম্বর (Financial Rules Change)। নির্ধারিত সময়সীমা পর্যন্ত লেট ফি দিয়ে আপডেট করা আইটিআর ফাইল করা যাবে। যদি জরিমানার হিসাব ধরা হলে, তাহলে এটি আয় অনুযায়ী পরিবর্তিত হয়। করদাতাদের আয় ৫,০০,০০০ টাকার বেশি হলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। আবার যদি আয় ৫,০০,০০০ টাকার কম হয় তাহলে জরিমানা হবে ১০০০ টাকা।

Advertisements

আপনি কি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন? তাহলে ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সারতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ। এই মাস শেষ হওয়ার আগে আপনাকে আপনার অ্যাকাউন্টে একজন নমিনি নির্ধারণ করতে হবে। যদি কোনো কারণে আপনি এই নিয়মটি না মানেন তাহলে মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টিকে লক করা হতে পারে (Financial Rules Change)। মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যও এই কাজটি করা গুরুত্বপূর্ণ।

Advertisements

আরও পড়ুন ? UPI থেকে আধার কার্ড! ডিসেম্বর মাসেই সেরে ফেলতে হবে এই ৪ কাজ! নাহলে ভোগান্তি

আরবিআই এর নির্দেশিকা অনুসারে SBI, ব্যাঙ্ক অফ বরোদা (BoB) ছাড়াও আরো বিভিন্ন ব্যাঙ্কগুলিতে যেসব গ্রাহকের লকার রয়েছে তাদের জন্য রয়েছে বাড়তি একটি কাজ। ২০২৩ সালের ডিসেম্বরের জন্য এই কাজটিকে বাড়ানো হয়েছিল। যদি আপনার ব্যাঙ্ক লকার নেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে লকার চুক্তি আপডেট করতে হবে। ৩১শে ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক লকার চুক্তিতে ১০০% গ্রাহকদের স্বাক্ষর নেওয়া RBI দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও তালিকায় রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ FD স্কিম SBI অমৃত কলস স্কিমের সময়সীমা কিন্তু ৩১শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। ৪০০ দিনের এই FD স্কিমে সর্বাধিক সুদের হার ছিল ৭.৬০%। এই বিশেষ FD ডিপোজিটের উপর, মেয়াদপূর্তির সুদ এবং TDS কেটে গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হবে। আয়কর আইনের আওতায় TDS ধার্য করা হবে (Financial Rules Change)। পাশাপাশি গ্রাহকরা অমৃত কলস স্কিমে ঋণের সুবিধাও পাওয়া যায়।

সর্বশেষ গুরুত্বপূর্ণ কাজ হল UPI। অর্থাৎ National Payments Corporation of India (NPCI) Google Pay, PhonePe বা Paytm-এর বেশ কিছু UPI আইডি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন কিছু UPI আইডি গত এক বছর ধরে কোনো কাজেই ব্যবহার করা হয়নি সেগুলো নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতএব, ৩১শে ডিসেম্বর, ২০২৩ সালের আগে সবাই অবশ্যই UPI আইডি থেকে লেনদেন করুন। আপনার UPI আইডি নাহলে নিষ্ক্রিয় হতে পারে।

Advertisements