Largest Office of World: হেরে গেল পেন্টাগন! এবার ভারত পেল বড় তকমা, তৈরি হল বিশ্বের সবচেয়ে বড় অফিস

Prosun Kanti Das

Published on:

Advertisements

Largest office complex of World opens in India: আপনারা অনেকেই হয়ত জানেন না যে, আমেরিকার পেন্টাগনে আছে বিশ্বের সবথেকে বড় অফিস কমপ্লেক্স (Largest Office of World)। তবে ভারতীয় হিসাবে শুনলে আপনার গর্ব হবে যে, ৮০ বছর পর সেই তকমা পেন্টাগনের থেকে কেড়ে নিতে চলেছে ভারত। অবাক করা ঘটনা হলো ভারতেই খুলে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস কমপ্লেক্স। এই অফিসটি নির্মাণ এর কাজ প্রায় শেষ। ১৭ ডিসেম্বর অর্থাৎ গত রবিবারই বিশ্বের সবথেকে বড় অফিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisements

এই অফিস (Largest Office of World) তৈরি করতে খরচ হয়েছে ৩৪০০ কোটি টাকা এবং প্রায় ৩৫.৫৪ একর জমির ওপর তৈরি করা হয়েছে সেই অফিস। অফিসটির পুরো চত্বরে থাকছে মোট ৪৫০০ দফতর। গুজরাটের সুরাটের এই কর্পোরেট অফিস হাবের নামকরণ করা হয়েছে ‘সুরাট ডায়মন্ড বার্স’ (Surat Diamond Bourse)। আপনারা নিশ্চয়ই জানেন গুজরাটের হীরের ব্যবসা সারা ভারতে জনপ্রিয়। দেশ-বিদেশের সঙ্গে এই বাণিজ্য চলে গুজরাট থেকে। বাণিজ্যকে আরও উন্নতির শিখরে পৌঁছানোর জন্যই তৈরি করা হয়েছে এই অফিস। পালিশ করা হীরের ব্যবসা হবে এবার এই অফিস থেকেই।

Advertisements

এই অফিসে (Largest Office of World) কিন্তু ১৭৫টি দেশের ৪২০০ ব্যবসায়ী যাতে থাকতে পারে। এমনভাবেই এখানে ব্যবস্থাও রাখা হয়েছে। যদি এই অফিস একবার খুলে যায় তাহলে কাজ পাবেন অন্তত দেড় লক্ষ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত থাকবে এই অফিসে। সেই কারণেই এই অফিসকে কেন্দ্র করে কর্মসংস্থান হবে বহু মানুষের।

Advertisements

আরও পড়ুন ? Kisan Vikas Patra: দেখতে দেখতে টাকা হয়ে যাবে ডবল! পোস্ট অফিসের এই স্কিম অনেকেরই অজানা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের জুলাই মাসে এই অফিসের (Largest Office of World) ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন। সেই পোস্টেই বিস্তারিতভাবে উল্লেখ ছিল যে, পেন্টাগনের থেকেও বড় হতে চলেছে এই অফিস। অফিসটি একবার খুলে গেলে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এমনই উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।

সুরাট ডায়মন্ড বার্স নামক কোম্পানিটি সুরাটের হীরা শিল্পের গতিশীলতা এবং বৃদ্ধি প্রদর্শন করে। এই কোম্পানিটি ভারতের উদ্যোক্তা চেতনারও প্রমাণ করে। এটি বাণিজ্য, উদ্ভাবন এবং সহযোগিতার কেন্দ্র হিসেবে কাজ করবে। দেশের অর্থনীতিকে মজবুত করতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এই কোম্পানিটির ভূমিকা গুরুত্বপূর্ণ।

Advertisements