নিজস্ব প্রতিবেদন : ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিনই হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক (Tourist) বিভিন্ন জায়গায় ঘুরতে যান। এই সকল পর্যটকরা যেমন দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান ঠিক সেই রকমই বিদেশেও ঘুরতে যান। ভারতীয়দের বিদেশ ঘুরতে যাওয়ার তালিকায় যেমন রয়েছে লন্ডন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, ঠিক সেই রকমই রয়েছে বাংলাদেশও (Bangladesh)। কেননা বাংলাদেশের বহু জায়গা রয়েছে যা ভারতীয়দের কাছে খুব প্রিয়, বিশেষ করে বাঙ্গালীদের কাছে।
বাংলাদেশে যে সকল জায়গা ঘোরার জন্য রয়েছে সেই সকল জায়গার মধ্যে প্রথমেই ১০টি নাম সবার মনে আসে। বাংলাদেশের জনপ্রিয় সেই ১০ টি জায়গা হল কক্সবাজার সমুদ্র সৈকত, পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশের সুন্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ, রাঙ্গামাটি, পাহাড়পুর বৌদ্ধবিহার, মহাস্থানগড়, লালবাগ কেল্লা, ষাট গম্বুজ মসজিদ, শুভলং ঝর্ণা এবং কুয়াকাটা। তবে এই দশটি অন্যতম জায়গা ছাড়াও বাংলাদেশে প্রচুর জায়গা রয়েছে যেখানে সারা বছরই কোন না কোন জায়গা থেকে পর্যটকরা এসে থাকেন।
বাংলাদেশ একসময় ভারতের অংশ ছিল। যে কারণে ভারতীয় এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বহু চালচলন তাদের মধ্যে লক্ষ্য করা যায়। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার সময় বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে ভারত থেকে বিভক্ত হয়ে পড়ে। পরে আবার ১৯৭১ সালে পাকিস্তানের থেকে নিজেদের বিচ্ছিন্ন করে স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ তৈরি হয়। বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলনে ভারতের অবদান আজও ভোলার নয়।
আরও পড়ুন ? চিনে ভারতের ১০০ টাকার বদলে কত পাওয়া যায়! বেড়াতে গেলে ফকির হতে হবে
বর্তমানে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো অনেক উন্নত হওয়ার দিকে ছোটার কারণে ভারতীয় মুদ্রার দাম আগের তুলনায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিশেষ করে ভারতীয় মুদ্রার দাম প্রতিবেশী দেশ বাংলাদেশ সহ অন্যান্য দেশের তুলনায় বেশি। যে কারণে যারা বাংলাদেশ ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা যাচ্ছেন তাদের মনে একটি প্রশ্ন বারবার জাগে, ভারতীয় ১০০ টাকায় (Indian Rupee) বাংলাদেশে কত বাংলাদেশী টাকা (Bangladeshi Taka) পাওয়া যাবে?
বাংলাদেশের মুদ্রাকে বলা হয়ে থাকে বাংলাদেশি টাকা। এখন যদি কোন ভারতীয় বাংলাদেশ ভারতের ১০০ টাকা দেন তাহলে তিনি সেখানে বাংলাদেশী ১৩১.৬৩ টাকা পাবেন। হিসেব অনুযায়ী ৩১.৬৩ টাকা বেশি পাচ্ছেন। সুতরাং কোন পর্যটক যদি ১০ হাজার টাকা নিয়ে বাংলাদেশ যান তাহলে তিনি সেখানে পাবেন ১৩১৬২.৭২ টাকা। এইভাবে লক্ষ টাকা নিয়ে গেলে তার মূল্যায়ন কত বেড়ে যায় অনুমান করা যেতে পারে। এই টাকার মূল্যায়নে ভারতীয়রা বাংলাদেশে ঘুরতে গিয়ে নিজেদের রাজা মনে করতে পারেন।