নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাসের (Cooking Gas) দাম কমে যাওয়া অথবা বৃদ্ধি পাওয়া দেশের কোটি কোটি মানুষের উপর প্রভাব ফেলে। কেননা এখন দেশের অধিকাংশ বাড়িতে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস (LPG)। রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার কারণে কাঠ কয়লার ব্যবহার আর সেই ভাবে হয় না বললেই চলে। তবে যখনই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পায় তখনই রীতিমতো নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়ায় আমজনতার।
গত কয়েক বছর ধরে লাগাতার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া নিয়ে যখন আমজনতা তিতিবিরক্ত, ঠিক সেই সময় চলতি বছর সরকারের তরফ থেকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে বাড়তি ভর্তুকি দেওয়ার ঘোষণা করে। বাড়তি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ফলে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম অনেক কমে যায়। স্বস্তিতে মুচকি হাসি হাসতে শুরু করেন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্যরা।
তবে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলেও আবার দেখা যায় ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG) দাম তখনই বাড়ছে আবার তখনই কমছে। ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস বাড়িতে বাড়িতে ব্যবহার না হলেও তা ব্যবহার হয়ে থাকে হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। এইসব প্রতিষ্ঠানে বেশি দামে রান্নার গ্যাস ব্যবহারের প্রভাব পরোক্ষভাবে সাধারণ মানুষের উপর এসে পড়ে।
আরও পড়ুন ? বায়োমেট্রিক KYC আপডেট না করলে বন্ধ রান্নার গ্যাসে ভর্তুকি! জানুন শেষ তারিখ
১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দামে এবার সরকারের তরফ থেকে খুশির খবর দেওয়া হল ঠিক বড়দিন এবং নববর্ষের আগে। এই মুহূর্তে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম কমানো যেকোনো মানুষের কাছেই স্বস্তি, কেননা এইসব মুহূর্তগুলিতে সাধারণ মানুষরা উৎসবে মেতে থাকেন। হোটেল, রেস্তোরাঁ ইত্যাদিতে খাওয়া-দাওয়ার জন্য ভিড় জমান। যে কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মালিকদের মুখে হাসি ফোটার পাশাপাশি হাসি ফুটবে সাধারণ মানুষদের মধ্যেও।
২২ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৩৯.৫০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কলকাতায় আগে যেখানে ১৯০৮.৫০ টাকা খরচ করতে হতো সেই জায়গায় এখন খরচ করতে হবে ১৮৬৯ টাকা। দিল্লিতে ১৭৯৬.৫০ টাকার পরিবর্তে খরচ করতে হবে ১৭৫৭ টাকা। মুম্বাইয়ে যেখানে খরচ করতে হতো ১৭৪৯ টাকা, সেই জায়গায় এখন খরচ করতে হবে ১৭১০ টাকা। চেন্নাইতে যেখানে ১৯৬৮.৫০ টাকা খরচ করতে হতো, সেখানে এখন খরচ করতে হবে ১৯২৯ টাকা। সম্প্রতি ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম কমানো হলেও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের দামি কোন পরিবর্তন আনা হয়নি।