Doing this mistake with Aadhaar card can be a big danger: আজকাল সারা দেশে টাকা পয়সা নিয়ে জালিয়াতি ক্রমেই বেড়ে চলেছে। আধার কার্ড (Aadhaar Card)এনেবেল পেমেন্ট সিস্টেমের ব্যবহার বাড়ার সাথে সাথে দেশজুড়ে প্রতারণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মানুষের সুরক্ষার কথা মাথায় রেখেই ৭০ লাখ মোবাইল নম্বর নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে এনপিসিআই, আরবিআই এবং কেন্দ্র। দেশের একটা বড় অংশের মানুষ আধার কার্ড ব্যবহার করেন, সেইজন্যই বড় ঝুঁকি রয়েছে এমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। আধার এনেবেল পেমেন্ট সিস্টেম বা AePS-এর মাধ্যমে টাকা তুলে থাকলে আপনাকে সাবধানে থাকতে হবে। এই পদ্ধতিতে সাধারণত গ্রাহকের বায়োমেট্রিক ব্যবহার করা হয়। আর সেখানেই কারচুপি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আধার কার্ড নির্ভর যে কোনও পেমেন্ট বা যাচাইকরণের কাজ করলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন।
আপনি কখনোই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে নিজের আধার কার্ডের (Aadhaar Card) ১২ ডিজিটের নম্বর শেয়ার করবেন না। এতে খুব সহজেই আধার কার্ডের তথ্য জালিয়াতদের হাতে চলে যাবে। সাবধান থাকা কিন্তু আপনারই দায়িত্ব। আধার কর্তৃপক্ষ UIDAI-এর স্পষ্ট নির্দেশিকা যে, আধার OTP এবং পাসওয়ার্ড কখনও কারও সঙ্গে ভাগ করবেন না। আধার কার্ডে আপনি যে মোবাইল অ্যাপ ব্যবহার করেন তার পাসওয়ার্ডও কাউকে দেবেন না। পাশাপাশি এই পাসওয়ার্ড সময়ের সাথে সাথে পরিবর্তন করবেন।
আধার কার্ডের(Aadhaar Card) গ্রাহকের বায়োমেট্রিক তথ্য থাকে, সেটাই প্রতারণার মূল জায়গা। তাই জালিয়াতরা যাতে কোনভাবেই প্রতারণা করতে না পারে, তার জন্য UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বায়োমেট্রিক লক করে দিন। UIDAI এর তরফ থেকে ডিজিটাল আধার কার্ডও গ্রহণ করা হয়। তাই আসল আধার কার্ডের অবশ্যই একটি ডিজিটাল কপি বানিয়ে ফেলুন। যা মোবাইল বা কম্পিউটারে সেভ রাখতে পারবেন।
আরও পড়ুন ? আধার তৈরির নিয়মে বড় বদল আনলো কেন্দ্র, এবার সহজেই হবে আধার কার্ড
আধার কার্ডে (Aadhaar Card) যে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকবে তা সর্বদা আপডেট রাখবেন। কিছু হলেই তার মেসেজ সরাসরি আপনার ফোনে চলে আসবে। এর থেকে আপনি খুব তাড়াতাড়ি সতর্ক হতে পারবেন। মোবাইল নম্বরের পাশাপাশি অন্যান্য তথ্যও আপডেট করে রাখা উচিত। আরো অনেক বিষয় রয়েছে যা মাথায় রাখা উচিত। এগুলি মেনে চললে আধার সুরক্ষিত ও নিরাপদ থাকবে আপনার।
আরো কিছু বিষয় যেমন কাকে, কীসের জন্য আধার কার্ডের তথ্য দিচ্ছেন তা সবসময় লিখে রাখুন। নিজের আধার কার্ডের ব্যবহার ও লেনদেনে নিয়মিত নজর রাখুন। আপনার আধার কার্ড বায়োমেট্রিক লক রয়েছে কিনা যাচাই করুন। সবসময় UIDAI অথরাইজড এজেন্সির মাধ্যমে কাজ করুন। কোনও জালিয়াতি হলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন বা সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করুন।