ভারতের বড় পদক্ষেপ! শক্তি বাড়ছে নৌসেনার! শুনেই ঘুম উড়ছে চিন-পাকিস্তানের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরে ভারত সরকার প্রতিরক্ষা (India Defence) থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে সব পদক্ষেপ গ্রহণ করছে তার বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারত সরকারের এই সকল পদক্ষেপের ফলস্বরূপ যেমন ভারত দিন দিন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী করছে, ঠিক সেইরকমই আবার একাধিক পদক্ষেপ অর্থনৈতিক পরিকাঠামোকেও শক্তিশালী করছে। আর এসব দেখেই রীতিমতো রাতের ঘুম উড়ছে চীন পাকিস্তানের (China Pakistan) মতো দেশগুলির।

Advertisements

ভারতের এয়ার ফোর্স গত কয়েক বছর আগেই শক্তিশালী হয়ে ওঠে মূলত ফ্রান্সের রাফালের (Rafale) দৌলতে। ভারত সরকারের সঙ্গে ফ্রান্সের চুক্তির ভিত্তিতে ইতিমধ্যেই ইন্ডিয়ান এয়ার ফোর্স হাতে পেয়েছে ফরাসি যুদ্ধবিমান। রাফাল ফরাসি যুদ্ধবিমানগুলি এমনভাবে ভারতের রাখা হয়েছে, যাতে করে যদি চীন অথবা পাকিস্তানের মতো দেশ কোন সময় আক্রমণ চালায় সহজেই তাদের উপরও পাল্টা আক্রমণ চালাতে পারা যাবে। এবার ভারতের এয়ার ফোর্সের পাশাপাশি নৌসেনাও একইভাবে শক্তিশালী হতে চলেছে।

Advertisements

এবার ভারতীয় নৌসেনা ভারতীয় বায়ুসেনাদের মতই হাতে পেতে চলেছে রাফাল ফাইটার জেট। আগামী দিনে বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত ও আইএনএস বিক্রমাদিত্যে এইসব ফরাসি যুদ্ধবিমান ওঠানামা করতে দেখা যাবে। ইতিমধ্যেই এই লক্ষ্য পূরণের জন্য দরপত্র রাখা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ২৬ টি রাফাল মেরিন জেটের জন্য দরপত্র জমা দিয়েছে ফরাসি সরকার।

Advertisements

আরও পড়ুন ? চিনে ভারতের ১০০ টাকার বদলে কত পাওয়া যায়! বেড়াতে গেলে ফকির হতে হবে

ফরাসি সরকারের তরফ থেকে উচ্চ পদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই নতুন দিল্লিতে এসে তাদের দরপত্র জমা দিয়েছেন। অন্যদিকে আসন্ন প্রজাতন্ত্র দিবসে ভারতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। মনে করা হচ্ছে এই নির্ধারিত সময়ের মধ্যেই গোটা বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই এই চুক্তি চূড়ান্ত হলে নৌ সেনার শক্তি কয়েকগুণ বেড়ে যাবে।

ভারত সরকারের তরফ থেকে ফ্রান্স থেকে যেসব রাফাল মেরিন জেট আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার জন্য খরচ হবে ৫০ হাজার কোটি টাকা। যদিও এখনই এই সকল যুদ্ধবিমানের দাম চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে দর কষাকষির সুযোগ রয়েছে বলেও জানা যাচ্ছে। সবকিছু চূড়ান্ত হলে ২২টি সিঙ্গেল সিট এবং ৪টি টুইন সিটের রাফাল মেরিন জেট হাতে পাবে ভারত।

Advertisements