নিজস্ব প্রতিবেদন : বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) সহ বিভিন্ন ধরনের নতুন নতুন ট্রেন ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে ট্র্যাকে নামানোর পর এবার নতুন ট্রেনের পালা। নতুন এই ট্রেনটি হল অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত দিয়ে নতুন এই ট্রেনের শুভ সূচনা হয়ে যাবে। একসঙ্গে একাধিক রুটে এই ট্রেনের সূচনা হবে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।
অমৃত ভারত এক্সপ্রেস নামে যে ট্রেনটি ভারতীয়রা দেখতে পাবেন সেই ট্রেনটি আগে বন্ধে সাধারণ (Vande Sadharan) নামে লোকমুখে পরিচিতি লাভ করেছিল। তবে এই ট্রেনটি নতুন ভারতের অমৃত ভারত এক্সপ্রেস নামে পথ চলা শুরু করবে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ভারতীয়দের কাছে নতুন এক পাওনা হলেও এর টিকিটের ভাড়া এতটাই বেশি যে তা সাধারণ মধ্যবিত্তদের নাগালের বাইরে। যে কারণে দুধের স্বাদ ঘোলে মেটাতে বন্দে সাধারণ ট্রেনের পরিকল্পনা।
নতুন এই ট্রেনটিতে ২২ টি কোচ থাকবে। ট্রেনটির ১২টি কোচ হবে নন এসি স্লিপার এবং ৮টি কোচ হবে জেনারেল। এছাড়াও দুটি কোচ লাগেজ ভ্যান হিসাবে ব্যবহার করা হবে। ট্রেনটি পুশ পুল পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এই পদ্ধতিতে ট্রেনের সামনে এবং পিছনে দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়। এতে যেমন অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায়, ঠিক সেই রকমই আবার কামরাগুলির ঝাকুনি অনেক কম হয়।
আরও পড়ুন ? এবার রেল ট্র্যাকে দৌঁড়াবে নতুন অমৃত ভারত ট্রেন! উদ্বোধন হবে ডিসেম্বরের এই দিন
বন্দে সাধারণ নামে এই ট্রেন প্রথম দিকে ব্যাপক জনপ্রিয়তা পেলেও ট্রেনটিতে স্বয়ংক্রিয় দরজা নেই। তবে যাত্রী সুরক্ষা এবং যাত্রী সুবিধার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এলইডি আলো, মোবাইল চার্জার, আধুনিক মানের পাখা, উন্নতমানের বেসিন, উন্নতমানের টয়লেট ইত্যাদি রাখা হচ্ছে। অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেন আহামরি কিছু আলাদা না হলেও আবার সুবিধার দিক দিয়ে অনেকটাই উন্নত।
রেলের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো না হলেও নতুন এই ট্রেন বাংলার একটি রুটে চলতে পারে বলে জানা যাচ্ছে। মালদা থেকে বেঙ্গালুরু রুটে এই ট্রেনটি চলতে পারে বলে খবর। এমনকি আগামী ৩০ ডিসেম্বরই নতুন এই ট্রেন পেতে পারে বলেও জানা যাচ্ছে। কেননা ইতিমধ্যেই মালদা টাউন, নিউ ফারাক্কার মতো রেল স্টেশনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন চলছে বলে খবর।