Kolkata Police take big steps to control Traffic on Christmas day: বড়দিন আসতে বাকি মাত্র একদিন, এই দিনটি নিয়ে সবারই নানারকমের প্ল্যানিং থাকে। কলকাতার রাস্তায় ঢল নামে লক্ষাধিক মানুষের। উৎসবের আমেজে গা ভাসায় গোটা শহর। গত বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোর সজ্জায় সজ্জিত পার্ক স্ট্রিটে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছে সাধারণ মানুষ। আশা করা যাচ্ছে, রবিবার ক্রিসমাস ইভ ও সোমবার বড়দিনে পার্ক স্ট্রিটে নামবে জন জোয়ার। ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিট ও তার আশেপাশের এলাকার যান চলাচল নিয়ে বহু বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ (Traffic Restrictions on Christmas)।
কলকাতা ট্রাফিক পুলিশ সিদ্ধান্ত (Traffic Restrictions on Christmas) নিয়েছে যে, সোমবার সন্ধেবেলা যদি প্রয়োজন হয় তাহলে পার্ক স্ট্রিটে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। হো চি মিন সরণি দিয়ে কিন্তু শুধুমাত্র পূর্বগামী যানবাহনগুলি চলাচল করতে পারবে। এছাড়া, রয়েড স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি রফি আহমেদ কিদওয়াই রোডের দুইদিকে যানবাহন চলাচলের অনুমতি আছে। পাশাপাশি, রাসেল স্ট্রিট ও লিটল রাসেল স্ট্রিটে অবশ্য কোনো যানচলাচল করতে পারবে না।
এরপর যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এবং ভিড় এড়ানোর জন্য ওউটরাম রোড থেকে পার্ক স্ট্রিট ও এজেসি বোস রোডগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, শর্ট স্ট্রিট ও উড স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। উত্তর থেকে দক্ষিণমুখী গাড়িগুলিকে অবশ্য পার্ক স্ট্রিট ফ্লাইওভার ব্যবহার করতে হতে পারে। এছাড়া, মেয়ো রোড ধরে ডাফরিন রোড, আউটরাম রোড ও খিদিরপুর রোড ধরে দক্ষিণ দিকে গাড়িগুলি যেতে পারবে। রবিবার ও সোমবার দুপুর থেকে রফি আহমেদ কিদওয়াই রোড ও ইলিয়ট রোডে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ট্রাফিক পুলিশ (Traffic Restrictions on Christmas) মানুষের সুবিধার জন্যই এই ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন ? বড়দিনে বাঙালিরা কেন পার্কস্ট্রিটেই হাঁটেন! কারণ জানেন না কলকাতার ৯৯% মানুষই
রবিবার রাত ১০টার পর এবং সোমবার রাত ২টো থেকে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণিতে উভয়মুখী যান চলাচল শুরু হবে। প্রয়োজন অনুযায়ী কুইনস ওয়ে ‘ওয়ান ওয়ে’-তে রূপান্তরিত করবে পুলিশ। সমস্যায় পড়লে ক্যাথিড্রাল রোডে যান চলাচল বন্ধ করতে হবে (Traffic Restrictions on Christmas)। এছাড়া উত্তর ও দক্ষিণগামী সমস্ত গাড়িগুলোকে হো চি মিন সরণি ক্রসিং থেকে এজেসি বোস রোড ক্রসিং অবধি পৌঁছতে জেএল নেহেরু রোড ধরতে হবে।
Traffic Notification in connection with the Christmas Festival on 24.12.2023 and 25.12.2023. pic.twitter.com/LJdBKRr1gP
— Kolkata Traffic Police (@KPTrafficDept) December 21, 2023
জানেন কি বড়দিন ও ক্রিসমাস কার্নিভ্যালের জন্য ২৪ ও ২৫ ডিসেম্বর শহরের একাধিক রাস্তায় থাকছে নো পার্কিং? তালিকায় থাকছে কোন কোন রাস্তা? যেমন- পার্ক স্ট্রিট (জেএল নেহেরু রোড ক্রসিং থেকে উড স্ট্রিট ক্রসিং), মিডলটন স্ট্রিট, শর্ট স্ট্রিট, উড স্ট্রিট (শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি), হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট (মিডলটন স্ট্রিট ক্রসিং থেকে শর্ট স্ট্রিট ক্রসিং), রফি আহমেদ কিদওয়াই রোড, লিটল রাসেল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ইলিয়ট রোড।