Tata Tiago EV: পেট্রোলের পিছনে কেন কাঁড়ি কাঁড়ি খরচ করবেন! ৮০০০০ টাকা কমে কিনুন TATA-র এই গাড়ি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tata nexon has given a lucrative year ending offer on Tiago EV: বর্ষশেষে দেশের অন্যতম জনপ্রিয় গাড়ির কোম্পানি টাটা মোটরস ইয়ার-এন্ড অফার হিসাবে নিয়ে এলো বিশাল ছাড়। শুধু পেট্রোল ডিজেলের গাড়িতে নয় পাশাপাশি ইলেকট্রিক ভেহিকেলের উপরেও ছাড়ের ঘোষণা করেছে এই সংস্থা। আপনিও কি ইলেকট্রিক কার কেনার পক্ষপাতী? জেনে নিন তাহলে টাটার কোন গাড়িতে(Tata Tiago)মিলবে এই ছাড়?

Advertisements

পেট্রল ডিজেলের দাম শুনে মাথায় হাত? তাহলে কি জীবনে প্রথমবার বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবছেন? যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা টাটার তরফ থেকে পাবেন দারুণ অফার। এন্ট্রি-লেভেল ইভি Tiago EV-তে (Tata Tiago EV) লোভনীয় ডিসকাউন্ট পাবেন সুযোগ ছাড়া যাবেনা একদমই। ভ্যারিয়েন্ট অনুযায়ী বর্তমানে ই-হ্যাচব্যাকটি সর্বোচ্চ ৫০,০০০-৮০,০০০ টাকা ছাড়ে কেনা যাচ্ছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

Advertisements

কেনো দেওয়া হচ্ছে এই অফার? আসলে বছরের শেষে স্টক খালি করার জন্যই সম্প্রতি টাটা মোটরস টিয়াগো ইভি-তে (Tata Tiago) এই আকর্ষণীয় ডিসকাউন্টের খবরটি ছড়িয়ে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এ। অন্যদিকে কিন্তু টাটার একাধিক ডিলারশিপ নিশ্চিত করেছে যে, আগ্রহী ক্রেতাদের লোভনীয় এক্সচেঞ্জ বোনাস অফার করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Tata Tiago EV: তেল ছাড়াই কামাল! Tata Tiago EV গতিতে ১০ গোল দিচ্ছে এই ১০ গাড়িকে

জানেন কি গাড়িটির বাজার মূল্য কত? Tiago EV গাড়িটির (Tata Tiago EV) বর্তমান বাজার মূল্য হলো প্রায় ৮.৬৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৪.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই অফারের সাথে আরো কিছু জিনিস আপনাদের জেনে রাখা দরকার। যেমন, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ কিন্তু আলাদা হবে। আপনি যখনই গাড়ি কিনবেন তার আগে অবশ্যই নিকটবর্তী শোরুম থেকে অফারের ব্যাপারে নিশ্চিত হয়ে নেবেন।

অন্যদিকে, বছরের শেষে স্টক খালি করতে আরও দুই ইলেকট্রিক গাড়ি যেমন Nexon EV Prime ও Nexon EV Max-এও আকর্ষণীয় অফারের ডালি সাজিয়ে রেখেছে টাটা মোটরস। এই প্রসঙ্গে বলা যায় যে, Tata Tiago EV তে আপনি পেয়ে যাবে দুই ধরনের ব্যাটারির বিকল্প। আপনি আপনার পছন্দমত বিকল্প বেছে নিতে পারবেন। একটি ১৯.২ কিলোওয়াট আওয়ার এবং অপরটি হলো ২৪ কিলোওয়াট আওয়ার। যদি ফুল চার্জ দেন তাহলে মডেল দুটির রেঞ্জ যথাক্রমে ২৫০ কিলোমিটার ও ৩১৫ কিলোমিটার বলে দাবি সংস্থার। মডেল দুটিতে আছে যথাক্রমে ৪৫ কিলোওয়াট ও ৫৫ কিলোওয়াট মোটর।

Advertisements