ট্র্যাকে নামছে নতুন ৬টি বন্দে ভারত! বাংলার কপালে কটি? দেখে নিন সব রুট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ব্রিটিশ আমলের রেল পরিষেবাকে ভারতীয় রেল (Indian Railways) আধুনিক থেকে অত্যাধুনিক রুপ দেওয়ার জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। নতুন নতুন পদক্ষেপের মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হিসাবে ধরা হয়ে থাকে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনের সূচনা। এই ট্রেনটি নতুন ভারতের সূচক হিসাবে যাত্রা শুরু করার পর আগামী দিনে বুলেট ট্রেনের (Bullet Train) মত আরও ট্রেন নামতে চলেছে।

Advertisements

রেলের তরফ থেকে এখনো পর্যন্ত ভারতের বিভিন্ন রুটে ৩৪ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে। এইসব ট্রেনগুলি প্রতিদিনই হাজার হাজার যাত্রীদের নিয়ে ছুটে চলেছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর এবার রেলের তরফ থেকে নতুন আরও ৬টি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে বলে জানা যাচ্ছে। ডিসেম্বর মাসের শেষেই এইসব ট্রেনগুলির সূচনা হয়ে যাবে।

Advertisements

ভারতের মাটিতে এখনো পর্যন্ত যে ৩৪টি বন্দে ভারত এক্সপ্রেস এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে তাদের মধ্যে আবার পাঁচটি বন্দে ভারত রয়েছে বাংলা থেকে। বাংলায় যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এত সংখ্যক বন্দে ভারত বিভিন্ন রুটে চালানো হচ্ছে। এসবের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই কৌতুহল, নতুন যে ছটি বন্দে ভারত চালু হতে চলেছে তার মধ্যে কয়টি পাবে বাংলা?

Advertisements

আরও পড়ুন ? বন্দে ভারত-লোকাল ট্রেনের রেস! জিতেও হেরে গেল লোকাল! ভিডিও না দেখলে মিস

রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, নতুন যে ছয়টি বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে সেই সব ট্রেনগুলির রুট ইতিমধ্যেই রেলের তরফ থেকে ঠিক করে নেওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যা পৌঁছাবেন অযোধ্যার নতুন বিমানবন্দর উদ্বোধনের জন্য। ঐদিনই এই নতুন ছয়টি বন্দে ভারতের শুভ সূচনা হবে। নতুন ছয়টি বন্দে ভারতের সূচনা হওয়ার পাশাপাশি সূচনা হবে অমৃত ভারত ট্রেনের।

রেলের তরফ থেকে যেসব রুট বেছে নেওয়া হয়েছে সেগুলির মধ্যে রয়েছে, দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে অযোধ্যা এবং সেখান থেকে লখনউ, দিল্লি থেকে চন্ডিগড়, বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর এবং ম্যাঙ্গালোর থেকে গোয়া। এবার এই যে নতুন ছয়টি বন্দে ভারতের সূচনা হতে চলেছে সেই তালিকায় কোন ট্রেন পাচ্ছে না বাংলা। তবে খুব তাড়াতাড়ি নিউ জলপাইগুড়ি থেকে পাটনা পর্যন্ত একটি বন্দে ভারতের সূচনা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

Advertisements