Jio New Year offer 2024, এই রিচার্জে ২৪ বাড়তি ভ্যালিডিটি, সুযোগ কয়েকদিনের জন্য

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বড়দিন আর ইংরেজি নতুন বর্ষের অফার হিসাবে এবার দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা জিও (Jio) ২৪ দিন বাড়তি ভ্যালিডিটি দেওয়ার ঘোষণা করল। মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা বছরের বিভিন্ন সময় গ্রাহকদের খুশি করতে এমন নানান ধরনের অফার দিয়ে থাকে। ২০২৪ সালের আগেও এমন অফার দিতে কোন রকম ভুল করল না সংস্থাটি।

Advertisements

প্রতিদিন গ্রাহকদের নতুন নতুন সুযোগ-সুবিধা এবং নতুন নতুন প্রযুক্তি উপহার দেওয়ার নিরিখে জিও দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে অনেক এগিয়ে। স্বাভাবিকভাবেই এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা অন্যান্য টেলিকম সংস্থার থেকে কয়েকগুণ বেশি। আবার ইন্টারনেট স্পিড সহ বিভিন্ন যে সকল অভিযোগ ছিল এই সংস্থার বিরুদ্ধে, সেইসব অভিযোগও এখন শোনা যায় না। পরিষেবা থেকে সুযোগ-সুবিধা, অফার সব দিক দিয়েই এখন এই টেলিকম সংস্থাটি ভারতের টেলিকম বাজারের রাজত্ব করছে।

Advertisements

মুকেশ আম্বানির টেলিকম সংস্থা সম্প্রতি তাদের গ্রাহকদের জন্য ২৪ দিন বাড়তি ভ্যালিডিটি দেওয়ার যে ঘোষণা করেছে, সেই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের ২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করতে হবে। মাসে মাসে রিচার্জ করার ক্ষেত্রে গ্রাহকদের যে খরচ হয় একবারে ২৯৯৯ টাকা রিচার্জ করলে খরচ অনেক কম হয়। আর এবার যেহেতু এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে বাড়তি ২৪ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, তাই খরচ আরও কমে যাচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Freelancing in JIO: ফ্রিল্যান্সিং করে মাসে ৫০ হাজার! বড় সুযোগ দিচ্ছে Jio

২৯৯৯ টাকার রিচার্জ করলে গ্রাহকরা এমনিতে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। এখন যেহেতু এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে ইংরেজি নববর্ষের অফার (Jio New Year offer 2024) হিসাবে ২৪ দিন বাড়তি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, তাই মোট ৩৮৯ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই অফার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তবে কতদিন এমন অফার চলবে তা এখনই সংস্থার তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে অফারটি খুব অল্প সময়ের জন্য এবং যারা এই সুযোগ নিতে চান তাদের তাড়াতাড়ি রিচার্জ করে নিতে হবে।

২৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২.৫ জিবি ডেটার হিসাবে মোট ৯১২.৫ জিবি ডেটা পেয়ে থাকেন। এছাড়াও অন্যান্য রিচার্জ প্ল্যানের মতোই এটিতে ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কলের সুবিধা দেওয়া হয়। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা এবং রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 5G হ্যান্ডসেট রয়েছে এমন গ্রাহকরা এখন সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড 5G ইন্টারনেট পাবেন।

Advertisements