আজ মাইথন যাচ্ছেন, এসব কাজ করলেই ভোগান্তি! কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বড়দিন হোক অথবা ইংরেজি নতুন বছরের সূচনা, ভ্রমণের জন্য অন্যতম জনপ্রিয় একটি জায়গা হল মাইথন (Maithon Dam)। তিন দিক পাহাড়ে ঘেরা আর মাঝে দামোদরের জল, দারুণ এক প্রকৃতির অনুভব করা যায় এই জায়গায়। বছরের বিভিন্ন সময় এখানে পর্যটকদের আগমন ঘটলেও শীতকালে পিকনিক সহ অন্যান্য ভ্রমণের জন্য প্রচুর পর্যটকদের আগমন হয়।

Advertisements

মাইথন ড্যাম পশ্চিমবঙ্গে অবস্থিত না হলেও পশ্চিমবঙ্গ ঘেঁষা ঝাড়খন্ডে অবস্থিত। আর এখানে যেসব পর্যটকরা ঘুরতে চান তাদের বড় সংখ্যার পর্যটক হলেন বাঙালি। মূলত কলকাতা অথবা অন্যান্য জায়গা থেকে আসানসোল ট্রেনে আসতে হয় এবং তারপর সেখান থেকে গাড়ি করে পৌঁছে যেতে হয় মাইথন ড্যাম। অনেকেই রয়েছেন যারা সরাসরি গাড়িতে করে মাইথনে পৌঁছে যান।

Advertisements

সম্প্রতি প্রশাসনের তরফ থেকে মাইথনের আসা পর্যটকদের জন্য বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে। যে কারণে আজ হোক অথবা কাল, মাইথন ঘুরতে গেলে প্রশাসনের সেই নির্দেশিকা জেনেই ঘুরতে যাওয়া ভালো। কেননা ঘুরতে গিয়ে কোন ভুল করে তার খেসারত দিতে না হয়। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে, পর্যটকদের জন্য তারা যেসব মিশে থাকা জারি করেছেন তা তাদের সুরক্ষার জন্যই করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? তিন দিক পাহাড় ঘেরা জলাধার! হাতের কাছেই রয়েছে এমন জায়গা, ভুলিয়ে দেবে দিঘা-পুরি

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি এবং ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মাইথন জলাধারের যে রাস্তা রয়েছে তার ওপর কোনরকম ব্যক্তিগত অথবা বাণিজ্যিক যানবাহন চালানো যাবেনা। এক্ষেত্রে যে সকল পর্যটকরা আসবেন তাদের ছটঘাট অথবা কালিপাহাড়িতে গাড়ি পার্কিং করে আসতে হবে। জলাধারের যে রাস্তার কথা বলা হচ্ছে সেখানে এখন জরুরী ভিত্তিতে পুলিশ, সিআইএসএফ, অ্যাম্বুলেন্স এবং জরুরী ভিত্তিতে যে সকল যানবাহন ব্যবহার করা হয় সেগুলি যাতায়াত করবে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দূরদূরান্ত থেকে যে সকল পর্যটকরা মাইথনে ঘুরতে আসছেন তাদের এই নিয়ম সম্পর্কে সতর্ক করার জন্য কর্মীরা থাকবেন। তবে এই নিয়ম লংঘন করে যদি কেউ যানবাহন নিয়ে নিষিদ্ধ রাস্তায় উঠে যান তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। জরিমানা থেকে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত।

Advertisements