নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট (LPG Biometric Update) করতে হবে, সরকারের তরফ থেকে এই নির্দেশ দেওয়ার পর চারদিকে নানান ধরনের ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। আর সেই সব ভুয়ো খবরের পাল্লায় পড়ে কেউ ভোররাত থেকে লাইন দিচ্ছেন এজেন্সির দরজায়, আবার কেউ ভয়ে পড়ে টাকা দিয়ে বায়োমেট্রিক আপডেট করিয়ে নিচ্ছেন। তবে এইসব ‘গ্যাস’ না খেয়ে গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট নিয়ে জেনে রাখুন জরুরী ৭ পয়েন্ট।
১) রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করানো নিয়ে প্রথম থেকে শোনা যাচ্ছিল, শেষ তারিখ হল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। কিন্তু পরবর্তীতে জানা যায়, কেন্দ্রের তরফ থেকে বায়োমেট্রিক আপডেট করানোর নির্দেশ দিলেও কোথাও কোনো রকম শেষ দিনের কথা বলা হয়নি। গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি থেকে এমনটাই জানা যাচ্ছে।
২) বায়োমেট্রিক আপডেট করাতে যাওয়ার সময় অনেক এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উঠছে টাকা নেওয়ার। কেউ ১৯০ টাকা নিচ্ছেন আবার কেউ ৬০০ টাকা নিয়ে নতুন পাইপ গতিয়ে দিচ্ছেন। কিন্তু এমনটা কোনভাবেই করা যাবে না। কোন এজেন্সি কোনরকম টাকা দাবি করতে পারেন না। তাদের বায়োমেট্রিক আপডেট করানোর কাজটি পুরোপুরি বিনামূল্যে করে দিতে হবে গ্রাহকদের।
৩) বায়োমেট্রিক আপডেট করানোর সঙ্গে নতুন পাইপ কেনা অথবা রেগুলেটর কেনার বিষয়টির কোন সম্পর্ক নেই। নতুন পাইপ অথবা রেগুলেটর দেওয়া হয় মূলত নিরাপত্তার জন্য। ফলে কোন এজেন্সি জোর করে এইসব জিনিস কোন গ্রাহককে গতিয়ে দিতে পারেন না।
আরও পড়ুন ? দুটি অ্যাপ ইনস্টল করেই হয়ে যাবে গ্যাসের বায়োমেট্রিক আপডেট! দরকার নেই এজেন্সির কাছে ছোটাছুটির
৪) যদি কোন এজেন্সি বায়োমেট্রিক আপডেট করানোর জন্য এক টাকাও নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর জন্য ১৮০০২৩৩৩৫৫৫ নম্বরের টুক করে ফোন করলেই গ্যাস সরবরাহকারী সংস্থা ওই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
৫) বায়োমেট্রিক আপডেট না করালে ভর্তুকি আসা বন্ধ হয়ে যাবে, এমন ঘোষণা কিন্তু কেন্দ্রের তরফ থেকে কোথাও করা হয়নি। এইরকম কথা যা বাজারে রটছে তা পুরোটাই ভুয়ো। সমস্ত গ্রাহকদেরই বায়োমেট্রিক আপডেট করাতে হবে। তবে যারা ভর্তুকি পান তাদের আগে এবং যারা পান না তাদের পরে করালেও হবে।
৬) এজেন্সির দোকানের সামনে লম্বা লাইনে না দাঁড়িয়েও বাড়িতে বসেই বায়োমেট্রিক আপডেট করা যাবে। এর জন্য দুটি অ্যাপ ইন্সটল করতে হবে। যার মধ্যে একটি হলো যে সংস্থার কানেকশন তাদের অফিসিয়াল অ্যাপ এবং অন্যটি হল ফেস রিকগনিশন অ্যাপ।
৭) এছাড়াও যে সকল ডেলিভারি ম্যানরা বাড়িতে রান্নার গ্যাস ডেলিভারি দিতে আসেন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে করে তারা রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময় গ্রাহকের বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে পারেন।