Reliance is going to open 500 retail shops in small cities of India: দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হলো রিলায়েন্স। ধনকুবের মুকেশ আম্বানি তার ব্যবসার জন্য শুধুমাত্র ভারতে নয় গোটা বিশ্বে জনপ্রিয়। বিশ্বের ধনীতম শিল্পপতিদের তালিকায় তার নাম জ্বলজ্বল করছে। বিভিন্ন ব্যবসায়ে তিনি অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন। তবে বছর শেষে কোন নতুন পরিকল্পনা করেছেন তিনি? রিলায়েন্সের স্টোর (Reliance Retail Shop) নাকি চলে আসবে মানুষের একেবারে হাতের নাগালে। দেরি না করে আজকের প্রতিবেদনে জেনে নিন এর বিস্তারিত খবর।
দেশের অন্যতম বড় খুচরো বিক্রেতাদের মধ্যে রিলায়েন্স রিটেল (Relience Retail Shop) কিন্তু অন্যতম। একাধিক ব্র্যান্ড মিলে এর প্রায় চার হাজারটিরও বেশি স্টোর আছে। যার মধ্যে ট্রেন্ডস (Reliance Trends) কিন্তু দেশের বৃহত্তম রিটেল চেইন। একটি মিডিয়া রিপোর্টের মাধ্যমে জানা যায় যে, নতুন স্টোরটি মূলত ফ্র্যাঞ্চাইজি রুটের মাধ্যমে সম্প্রসারিত হবে। এমনটাই পরিকল্পনা করেছেন রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানি।
আপনারা সবাই জানেন যে ভারতের সবথেকে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। তিনি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। এবার থেকে নিজের ব্যবসাকে তিনি আর বড় বড় শহরের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। তার জন্যই তিনি গ্রামীণ এলাকা এবং শহরগুলিতে ছোট ছোট দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন। নয়া পরিকল্পনা অনুযায়ী, তিনি ছোট ছোট শহর গুলিতে রিলায়েন্স রিটেল (Reliance Retail Shop) এবং ট্রেন্ডস বাই ফ্যাশন ওয়ার্ল্ডের ব্যানারে মোট ৫০০টি মূল্যের পোশাকের খুচরা দোকান খুলতে চলেছেন।
আরও পড়ুন ? Reliance Industries: আখের ছিবড়ে নিয়ে ব্যবসা করবেন আম্বানি! বড় পরিকল্পনা রিলায়েন্সের
তার পরিকল্পনা অনুযায়ী, ভারতে প্রথমবার রিলায়েন্সের বিভিন্ন খুচরো (Reliance Retail Shop) কোম্পানিগুলি স্টোর ফরম্যাটে প্রবেশ করতে চলেছে। আসল উদ্দেশ্য হলো ফ্র্যাঞ্চাইজি মডেলের মাধ্যমে জনপ্রিয় এই প্রতিষ্ঠানটিকে গড়ে তোলা। বর্তমানে শিলিগুড়ি, ধুলে এবং ঔরঙ্গাবাদের মতো শহরে ট্রেন্ডস স্টোর দ্বারা পাঁচটি ফ্যাশন ওয়ার্ল্ড (Fashion World) খোলা হয়েছে।
অবশেষে রিলায়েন্স ছোট শহরগুলিতে প্রায় ২,৬০০টি ট্রেন্ডস স্টোর খুলেছে। ফ্যাশন ওয়ার্ল্ড বাই ট্রেন্ডস স্টোর কিন্তু তাদের থেকে সম্পূর্ণ আলাদা। মিডিয়া রিপোর্ট অনুসারে, চলতি মাসে ২০টি এবং আগামী বছর ১০০ টিরও বেশি দোকান খুলবে এমনটাই আশা করা যায়। এই দোকানগুলি এমন শহরগুলিতে খোলা হবে যেখানে ট্রেন্ডসের দোকান নেই। এই স্টোরিগুলি প্রায় ৫০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত হবে এবং ক্ষেত্রফল হবে প্রায় ৮০০০ থেকে ২৪,০০০ বর্গফুট পর্যন্ত।