IRCTC tour Package: থাকা, খাওয়া নিয়ে চিন্তা নেই! দেশের পর এবার বিদেশের এই সব দেশ ঘোরাবে IRCTC

Prosun Kanti Das

Published on:

Advertisements

In the new year, IRCTC brought a new tour package for horses abroad: বাঙালি জাতির পায়ে নাকি সরষে, এক জায়গায় পা তাদের কখনোই স্থির থাকেনা। তার উপর বিদেশ ভ্রমণ যেন হাতে স্বর্গ পাবার মত অবস্থা। বিদেশে গিয়ে ছুটি কাটানোর ইচ্ছা সবারই কমবেশি থাকে। এবার কলকাতায় থাকা ভ্রমণ পিপাসুরা সহজেই ওয়েস্ট ইন্ডিজ ঘুরে আসতে পারেন। ক্রিকেটপ্রেমীদের কাছে এই দেশের গুরুত্বই কিন্তু আলাদা। এছাড়াও আছে অপার প্রাকৃতিক সৌন্দর্য। সেই সুযোগ আপনার হাতের মুঠোয় চলে আসবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন এর দৌলতে (IRCTC tour Package)।

Advertisements

ভাবছেন নয়া বছরে শুধু আপনি যেতে পারবেন ওয়েস্ট ইন্ডিজ? তা কিন্তু নয়। তালিকায় আছে আরো একটি দেশ যা কিনা প্রযুক্তির দিক থেকে অনেকটা এগিয়ে। এখনো বুঝতে পারেন নি কোন দেশের কথা বলা হচ্ছে, দেশটির নাম হলো জাপান। জাপানকে কিন্তু সূর্যোদয়ের দেশও বলা হয়ে থাকে। এই ট্যুর প্যাকেজের অন্যতম আকর্ষণ হতে চলেছে জাপানের একটি জনপ্রিয় উৎসব চেরি ব্লসম উৎসব। সাধারণত মার্চ মাসের শেষে সারা দেশ যখন চেরি ফুলে ছেয়ে যায় সেই সময় এই উৎসব আয়োজিত হয়। কলকাতা থেকে আইআরসিটিসি-র উদ্যোগে (IRCTC tour Package) যেসব পর্যটকরা যেতে পারবেন জাপান তারা অবশ্যই এই উৎসবে সামিল হতে পারবেন।

Advertisements

কয়েক বছর আগে ২০১৯ সালে আইআরসিটিসি ইউরোপ ভ্রমণের একটি প্যাকেজ নিয়ে এসেছিল পর্যটকদের জন্য। করোনা পরিস্থিতিতে সেটিআর সম্ভব হয়নি তাই এই নতুন বছরে আবার নতুন ভাবে চালু হতে চলেছে সেই পুরনো প্যাকেজটি। যেসব পর্যটকরা আইআরসিটিসির (IRCTC tour Package) মাধ্যমে বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক তারা সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিশদ বিবরণ পেয়ে যাবেন।

Advertisements

এই বছর আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় শাখা ভ্রমণের দিক থেকে যথেষ্ট সাফল্য অর্জন করেছে। তাই বর্ষ শেষে তারা সাফল্যের হাসি হাসবে এটাই স্বাভাবিক। ঘরোয়া পর্যটনে তারা আয় করেছে প্রায় ৪ কোটি টাকা এবং বিদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের আয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। বছরের শেষে যখন তারা হিসাব কষতে গেছে তারা বাঙালির প্রিয় হলিডে ডেস্টিনেশন সম্পর্কে একটি তালিকা তৈরি করে ফেলেছে। আইআরসিটিসি টুর প্যাকেজগুলো (IRCTC tour Package) বাঙালি পর্যটকদের অভিভূত করেছে ভীষণভাবে।

আরও পড়ুন ? IRCTC Honeymoon Package: বউকে দিন বিয়ের সেরা গিফট! আইআরসিটিসির দিচ্ছে সস্তায় বিদেশ ভ্রমণের দারুণ সুযোগ

এই সাফল্য নিয়ে কি বলেছে আইআরসিটিসির পূর্বাঞ্চলীয় শাখার গ্রুপ জেনারেল ম্যানেজার? শুধুমাত্র বাংলার মধ্যে কলকাতার পর্যটকরা যে বেশি উৎসাহ দেখিয়েছে তা নয়। কলকাতার বাইরে বাংলার বিভিন্ন জেলার মানুষেরা আইআরসিটিসির কলকাতা শাখার (IRCTC tour Package) মাধ্যমে নিজেদের স্বপ্নের জায়গায় ভ্রমণ করতে ইচ্ছা প্রকাশ করেছেন। ঘরোয়া পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে কাশ্মীর, রাজস্থান এবং কেরালা।

২০২৩ সালে ঘরোয়া পর্যটনের থেকেও অনেক বেশি সফলতা অর্জন করেছে বিদেশের পর্যটন যাত্রাগুলো। বাঙালি পর্যটকরা কিন্তু দেশের মধ্যেকার পর্যটন কেন্দ্রগুলো থেকে অনেক বেশি পছন্দ করেছে বিদেশের পর্যটন কেন্দ্রগুলোকে। ভ্রমণপিপাসুদের মধ্যে সবথেকে বেশি আকর্ষণীয় স্থানগুলো হল ইজিপ্ট, ভিয়েতনাম এবং দুবাই।

Advertisements