নিজস্ব প্রতিবেদন : টাকা পয়সা প্রতিটি মানুষের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর এই টাকা পয়সার কথা উঠলেই টানে টানে চলে আসে ব্যাঙ্কের (Bank) প্রসঙ্গ। হ্যাঁ, ঠিকই ধরেছেন আমরা এখন নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারির ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holidays) আমাদের সামনে তুলে ধরতে চলেছি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ছুটি নিয়ে যে তালিকার সামনে এনেছে সেটিকেই আপনাদের সামনে তুলে ধরব।
ব্যাঙ্ক কর্মচারীরাও অন্যান্য প্রতিটি সরকারি কর্মচারীদের মতই মানুষ। তাদেরও ছুটিছাটার প্রয়োজন হয় মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য। যে কারণেই সরকারের তরফ থেকে কর্মীদের ছুটি দেওয়া হয়ে থাকে। তবে অন্যান্য অফিস কাছারি খোলা অথবা বন্ধের তুলনায় ব্যাঙ্ক খোলা অথবা বন্ধের প্রভাব সবচেয়ে বেশি পড়ে মানুষের জীবনে। চলুন দেখে নেওয়া যাক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন বছরের জানুয়ারি মাসে কত দিন ছুটি দিচ্ছেন ব্যাঙ্ক কর্মীদের? সেই ছুটি অনুযায়ী আপনার রাজ্যে কতদিন বন্ধ থাকবে ব্যাংক?
- ১ জানুয়ারি দেশজুড়ে ইংরেজি নববর্ষ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি।
- ইংরেজি নববর্ষ উপলক্ষে ২ জানুয়ারিও আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৭ জানুয়ারি রবিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১১ জানুয়ারি বৃহস্পতিবার মিজোরামে মিশনারি ডে পালিত হবে। যে কারণে ওই দিন মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে।
- ১৩ জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৪ জানুয়ারি রবিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ জানুয়ারী সোমবার মকর সংক্রান্তি উৎসব, পোঙ্গল, মাঘ বিহু উপলক্ষে দেশের বেশ কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক। রাজ্যগুলি হল বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা।
আরও পড়ুন ? Financial Rules Change: ব্যাঙ্ক থেকে ITR, ডিসেম্বরে বদলাচ্ছে ৫ নিয়ম! না জানলে টান পড়তে পারে পকেটে
- তিরুভাল্লুভার দিবস উপলক্ষে ১৬ জানুয়ারি মঙ্গলবার চেন্নাইয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- উঝাভার থিরুনাল উপলক্ষে ১৭ জানুয়ারী বুধবার চেন্নাইয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২১ জানুয়ারি রবিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২২ জানুয়ারি সোমবার ইমইনু ইরাতপা উপলক্ষে কেবলমাত্র ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- গান ও নগাই উপলক্ষে ২৩ জানুয়ারি মঙ্গলবার কেবলমাত্র ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- মহম্মদ হজরত আলির জন্মদিন উপলক্ষে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাংক। যে রাজ্যগুলি হল চেন্নাই, কানপুর এবং লখনউ।
- প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি শুক্রবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৭ জানুয়ারি দ্বিতীয় শনিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৮ জানুয়ারি রবিবার হওয়ার কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
হিসেব অনুযায়ী প্রত্যেক রবিবার ও প্রথম ও দ্বিতীয় শনিবার মিলিয়ে জানুয়ারি মাসে মোট ১৬ দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটির এই দিনগুলিতে ব্যাংকের শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা টাকা পয়সা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা পাওয়া থেকে কোনোভাবেই বঞ্চিত হবেন না। এর জন্য আপনার শহর অথবা গ্রামের বিভিন্ন জায়গায় রয়েছে এটিএম কাউন্টার। সবচেয়ে সহজ ভাবে পরিষেবা পাওয়ার জন্য সবসময় সচল রাখা হবে অনলাইন পরিষেবা।