Ram Mandir Inauguration Mamata: রাম মন্দির উদ্বোধনে মমতা কি যাবেন! জানা গেল সিদ্ধান্ত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারিতেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের (Ayodhya Ram Mandir Inauguration)। রাম মন্দির উদ্বোধনে মন্দির কমিটির তরফ থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী, দেশের বড় বড় ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি আমন্ত্রণ জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের। রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিতদের অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। যে কারণে এখন থেকেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। তবে এসবের মধ্যেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) কি উদ্বোধনের দিন অযোধ্যায় পাড়ি দেবেন?

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাধারণ মানুষদের এত কৌতূহল জাগ্রত হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। অবশ্যই সেসব কারণের মধ্যে বড় কারণ হিসাবে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দির উদ্বোধনে যাবেন, না যাবেন না তা নিয়ে এবার জানা গেল তৃণমূলের মুখোপাধ্যায় কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্যে। তিনি এই বিষয়ে সংবাদ মাধ্যমকে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

Advertisements

কুণাল ঘোষ জানিয়েছেন, যাওয়ার কোন প্রশ্নই নেই। এর পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় তৃণমূলের কোনো প্রতিনিধিও যাচ্ছেন না বলে জানা গিয়েছে। অন্যদিকে কুণাল ঘোষ অবশ্য এমন বক্তব্য পেশ করার পাশাপাশি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র এসেছে কিনা তা অবশ্য তার জানা নেই। তবে অংশগ্রহণ করার কোন প্রশ্নই ওঠেনা তা তিনি জানেন।

Advertisements

আরও পড়ুন ? শেষ হতেই চাইবে না! এই জায়গায় রাম মন্দিরের জন্য তৈরি হচ্ছে ১০৮ ফুটের ধূপকাঠি

রাম মন্দির উদ্বোধনের না যাওয়ার কারণ কি? কারণ জানাতে গিয়ে কুণাল ঘোষ জানিয়েছেন, বাড়িতে, হৃদয়ে, মন্দিরে তারা রামকে পুজো করেন। কিন্তু বিজেপি রামকে নির্বাচনী এজেন্ডা হিসেবে ব্যবহার করে। রামকে তারা ভোটের জন্য ব্যবহার করেন। যে কারণে বিজেপির কোন ইভেন্টকে তারা (তৃণমূল) সমর্থন করেন না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা দলের মুখপাত্র কুনাল ঘোষের জানা না থাকলেও অযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষ সূত্রে যা জানা যাচ্ছে তাতে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি রাম মন্দির উদ্বোধনকে ঘিরে রাজনীতির পারদও চড়ছে। এমন পরিস্থিতিতে কে আসবেন, কে আসবেন না তা নিয়ে চরম কৌতূহল আমজনতার মধ্যে। সেই কৌতূহলের মধ্যেই মোটামুটি ভাবে জানা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূলের কোনো প্রতিনিধি ওই দিন যাচ্ছেন না।

Advertisements