Safety Tips of Refrigerator: বিল আসবে নামমাত্র, টিকবে বহুদিন! বাড়ির ফ্রিজ ঠিক রাখতে করতে হবে শুধু এই ছোট্ট কাজ

Prosun Kanti Das

Published on:

Advertisements

To keep the refrigerator good for a long time, all the safety tips should be followed: নিত্যনতুন ইলেকট্রনিক জিনিস আমাদের প্রতিদিনকার কাজকে আরো সহজ করে তুলেছে। কাজের সুবিধার জন্য বাড়িতে নানাধরনের জিনিসের ভিড় বেড়েই চলেছে ক্রমশ। আধুনিক এই জিনিসগুলি নিমেষের মধ্যে যেমন কাজ করতে সাহায্য করে তেমনি ইলেকট্রিক বিল বেশি আসার একটা আশঙ্কা কিন্তু থেকেই যায়। আজকাল সবার বাড়িতেই ফ্রিজ আছে কিন্তু কজন যত্নসহকারে একে ব্যবহার করতে পারেন? নিজেদের অবহেলার কারণে এর স্থায়ীত্ব কিন্তু বেশিদিন হয়না। এই প্রতিবেদনে জেনে নেব কিভাবে যত্ন নিলে ফ্রিজ বহুদিন ব্যবহার করা যাবে (Safety Tips of Refrigerator) এবং বিলও কম আসবে।

Advertisements

বেশিরভাগ বাড়িতেই ফ্রিজ রাখা হয় ভুলভাবে। যা কমিয়ে দেয় এর আয়ু, এমনকি ইলেকট্রিক বিলও খুব বেশি আসে। আসলে আমরা ভাবি সারাক্ষণ ফ্রিজ চালালেই বোধহয় বিল বেশি আসছে, এটা মোটেই সত্যি নয়। খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বাড়িতে দেওয়ালের সাথে ফ্রিজের দূরত্ব খুবই কম থাকে, এটাই কিন্তু বিল বেশি আসার প্রধান কারণ। কেনো এমনটা বলা হচ্ছে জানতে হবে আপনাকে।

Advertisements

বাড়ির ফ্রিজকে দীর্ঘস্থায়ী করতে দেওয়াল এবং ফ্রিজের দূরত্ব অবশ্যই বেশি রাখতে হবে। যদি তা না হয় ফ্রিজ নিজেকে ঠান্ডা করার জন্য বেশি বিদ্যুৎ খরচ করে, এতে স্বাভাবিকভাবেই বিল বেশি আসার সম্ভাবনা থেকে যায়। তারফলে বেরিয়ে যাবে আপনার বহু টাকা। তাই ফ্রিজের সাথে বাড়ির দেওয়ালের দূরত্ব বেশি রাখতেই হবে (Safety Tips of Refrigerator)।

Advertisements

আরও পড়ুন ? Kitchen Hacks: ফ্রিজে প্রচুর বরফ জমে নাজেহাল অবস্থা! এই ৪ টিপস ট্রাই করে ঝামেলা থেকে পান রেহাই

এখন প্রশ্ন হলো কতটা দূরত্ব রাখতে হবে কিভাবে বুঝবেন? একটি পরিমাপ আজকের প্রতিবেদনে আলোচনা করে নেব। এতে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং বাড়িতে সেটাই করতে পারবেন। ফ্রিজে হাওয়া চলাচল করার জন্য অন্তত দেয়াল থেকে ২ ইঞ্চি, উপরের ক্যাবিনেট থেকে ১ ইঞ্চি এবং উভয় দিক থেকে কমপক্ষে ১/৪ ইঞ্চি দূরত্বে থাকা উচিত (Safety Tips of Refrigerator)।

তাই বলে সব ফ্রিজের ক্ষেত্রেই এর নিয়ম প্রয়োগ করবেন না। একেকটি কোম্পানির নিয়ম আলাদা তাই কেনার সময় আপনাকে পড়তে হবে ম্যানুয়ালটি। তবে ফ্রিজকে ঠান্ডা করার জায়গা দিতে হবে নাহলে ঘটতে পারে নানা বিপদ। কম্প্রেসার যদি খারাপ হয় তাহলে ফ্রিজ অকেজো হয়ে যাবে। রান্নাঘরের এই দরকারি জিনিসটির যত্ন নিতে হবে আপনাকেই, তাই মানতে হবে এই টিপস্ (Safety Tips of Refrigerator)।

Advertisements