নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবার ওপর নির্ভর করে প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গা ভ্রমণ করে থাকেন। রেলের নিয়ম অনুসারে এই সব যাত্রীদের বৈধ টিকিট থাকা বাধ্যতামূলক। যদি কোন যাত্রীর কাছে বৈধ টিকিট না থাকে তাহলে রেলের নিয়ম অনুসারে TTE তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন। রেলের (Indian Railways) নিজস্ব নিয়ম অনুসারে সেই ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিনা টিকিটে যাত্রীদের শাস্তি দেওয়ার জন্য এখন রেলের তরফ থেকে নানান নতুন নতুন নিয়ম চালু করা হয়েছে। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হয়। রেলওয়ে আইনের ১৩৭ ধারায় ওই যাত্রীকে প্রথমে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করলে ১০০০ টাকা অবধি জরিমানা দিতে হবে। এছাড়াও হাজতবাসীর নিয়মও রয়েছে।
আবার বহু ক্ষেত্রেই যাত্রীদের টিকিট না পেয়ে টিটিই ট্রেনের মধ্যে তাদের জরিমানার বন্দোবস্ত করে থাকেন। এক্ষেত্রে ২৫০ টাকা ছাড়াও ট্রেনটি যেখান থেকে রওনা দিয়েছিল এবং আপনি যতদূর যেতে চাইছেন সেই টিকিটের দাম নেওয়া হয়। অনেক ক্ষেত্রেই আবার দেখা যায় বহু যাত্রীদের টিটিই মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দেন টিকিট না থাকার কারণে। তবে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার এই কাজটি টিটিই কখনোই করতে পারেন না একজন মহিলা যাত্রীর ক্ষেত্রে।
আরও পড়ুন ? Waiting list reforming: আর থাকবে ট্রেনের টিকিটে ওয়েটিং লিস্ট! বড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল
রেলের যে নিয়ম রয়েছে তাতে একজন মহিলা যাত্রীর টিকিট না থাকলেও টিটিই কখনোই তাকে মাঝপথে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন না, যদি ওই মহিলা একাকী ট্রেনে ভ্রমণ করছেন। অর্থাৎ তার সঙ্গে যদি অন্য কোন সঙ্গী না থাকে। এর পিছনে রয়েছে নিরাপত্তাজনিত কারণ। আবার যদি ট্রেন থেকে নামিয়েও দেওয়া হয় সেক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে। আর সেই নিয়ম না মানলে ওই যাত্রী টিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন।
যদি বার ট্রেন থেকে কোন মহিলাকে বিনা টিকিটের কারণে নামিয়ে দেওয়া হয় তাহলে ওই মহিলাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকবে জিআরপি অথবা আরপিএফ-এর। নিরাপত্তারক্ষীরা ঐ মহিলাকে এসকর্ট করবেন এবং নিশ্চিত করতে হবে উনি নিরাপদ। এরপরেই ওই নিরাপত্তারক্ষীরা ট্রেনে ফিরতে পারবেন। এছাড়াও কোন মহিলা যাত্রী যদি একা সফর করে থাকেন এবং তার নাম ওয়েটিং লিস্টে থাকে তাহলেও তাকে রিজার্ভেশন কামরা থেকে সরানো যাবে না। এর পাশাপাশি ট্রেনে ছাত্রীরা টিকিটের ক্ষেত্রে আলাদা ছাড় পান, যা ছাত্ররা পান না। যদিও কোন মহিলা যাত্রীর যদি ওয়েটিং লিস্টে নাম থাকে এবং তিনি এসি কোচে উঠে পড়েন তাহলে তাকে স্লিপার করছে ফেরাতে পারেন টিটিই। তবে তার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা যাবে না।