নিজস্ব প্রতিবেদন : একসময় ভারতীয় রেল (Indian Railways) ভারতে আলোড়ন ফেলে দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো ট্রেনের সূচনা করে। এরপর আবার সেই আলোড়ন তৈরি হয়েছে মূলত অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) ট্রেনকে ঘিরে। আগামী ৩০ ডিসেম্বর এই নতুন ট্রেনের উদ্বোধন হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন। শুরুতেই একসঙ্গে বেশ কয়েকটি রুটে নতুন এই ট্রেন যাত্রা শুরু করবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিকে পরিচিতি লাভ করেছিল বন্দে সাধারণ ট্রেন নামে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া অনেক বেশি হওয়ার কারণে সাধারণ মানুষদের সুবিধার জন্য রেলের তরফ থেকে এমন একটি ট্রেনের পরিকল্পনা করা হচ্ছিল যাতে করে কম খরচে যাতায়াত করা যায়। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেই দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে অমৃত ভারত ট্রেন। সম্প্রতি এই ট্রেনের টিকিটের ভাড়া সামনে এসেছে আর সেই টিকিটের ভাড়া সামনে আসতেই স্পষ্ট, সত্যিই এই ট্রেন সাধারণ মানুষদের জন্যই।
ভারতীয় রেলের তরফ থেকে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়ার একটি তালিকা সম্প্রতি সামনে আনা হয়েছে। সামনে আসা সেই তালিকা থেকে দেখা যাচ্ছে, মাত্র ৩৫ টাকায় অমৃত ভারত ট্রেনে চড়ে সফর করতে পারবেন যাত্রীরা। একটি অত্যাধুনিক এক্সপ্রেস ট্রেনে মাত্র ৩৫ টাকায় সফর, সত্যিই যাত্রীদের কাছে তা অকল্পনীয় হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ট্রেনটিতে সফরের জন্য কত কিলোমিটারের জন্য কত টাকা ভাড়া দিতে হবে যাত্রীদের।
আরও পড়ুন ? Amrit Bharat Train: অন্য ট্রেনের থেকে আলাদা! অমৃত ভারতের ভিতরের ছবি দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
১ কিলোমিটার থেকে ১৫ কিলোমিটার রাস্তা সফরের জন্য যাত্রীদের সেকেন্ড ক্লাসের ভাড়া দিতে হবে ৩৫ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ভাড়া দিতে হবে ৪৬ টাকা। ১৬ কিলোমিটার থেকে ২০ কিলোমিটার রাস্তা সফরের জন্য যাত্রীদের সেকেন্ড ক্লাসের ভাড়া দিতে হবে ৩৫ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ভাড়া দিতে হবে ৫০ টাকা। ৪৬ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার রাস্তা সফরের জন্য যাত্রীদের সেকেন্ড ক্লাসের ভাড়া দিতে হবে ৩৫ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ভাড়া দিতে হবে ৬৫ টাকা।
৯৬ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার রাস্তা সফরের জন্য যাত্রীদের সেকেন্ড ক্লাসের ভাড়া দিতে হবে ৫৭ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ভাড়া দিতে হবে ৯১ টাকা। ২৯৬ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটার রাস্তা সফরের জন্য যাত্রীদের সেকেন্ড ক্লাসের ভাড়া দিতে হবে ১২৩ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ভাড়া দিতে হবে ২১০ টাকা। ৯৯১ কিলোমিটার থেকে ১০০০ কিলোমিটার রাস্তা সফরের জন্য যাত্রীদের সেকেন্ড ক্লাসের ভাড়া দিতে হবে ৩১৪ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ভাড়া দিতে হবে ৫২৮ টাকা। এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া হলো সেকেন্ড ক্লাসের জন্য ৯৩৩ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ১৪৬৯ টাকা। এই টাকার বিনিময়ে আপনি ৪৯৫১ থেকে ৫০০০ কিলোমিটার রাস্তা যাতায়াত করতে পারবেন।