LPG: বছরের শুরুতেই এত টাকা দাম কমতে পারে রান্নার গ্যাসের! পরিসংখ্যান নিয়ে জল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা এক বছরের বেশি সময় ধরে রান্নার গ্যাসের দাম (LPG Price) বৃদ্ধি পাওয়ার পর যখন তা আমজনতার কাছে নাভিশ্বাস হয়ে দাঁড়ায়, ঠিক সেই সময় আগস্ট মাসের ৩০ তারিখ ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করে কেন্দ্র। ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ফলে দাম কমে এক হাজার টাকার নিচে নামে। সম্প্রতি জল্পনা তৈরি হয়েছে নতুন বছরের শুরুতেই আরও রান্নার গ্যাসের দাম কমতে পারে এমনটাই।

Advertisements

নতুন বছরের শুরুতে রান্নার গ্যাসের দাম কমার যে জল্পনা তৈরি হয়েছে তা মূলত পরিসংখ্যান থেকে। কেননা ২০২৪ সালে রয়েছে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন। যেকোনো নির্বাচন আসার আগেই দেখা যায় সাধারণ মানুষদের চাহিদা মত অনেক দাবিদাওয়া পূরণ হয়। মূলত ভোটারদের সন্তুষ্ট করার জন্যই ক্ষমতায় থাকা সরকার এমন সব সিদ্ধান্ত নিয়ে থাকে। বারবার বিভিন্ন নির্বাচনের আগে এমনটাই উঠে এসেছে। জানুয়ারি মাসে যদি রান্নার গ্যাসের দাম কমে তাহলে তা কত কমতে পারে?

Advertisements

পিছন ফিরে দেখলে লক্ষ্য করা যাবে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসের ১৪ তারিখ ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। সেবার দাম কমে ছিল ১২০.৫০ টাকা। এর আগে ২০১৪ সালে কেন্দ্রে মোদি সরকার আসে এবং ২০১৫ সালের প্রথমদিকে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি দাম ছিল ৭৭০ টাকা ৫০ পয়সা। সেই সময় ৬২ টাকা দাম কমানো হয়েছিল এবং দাম দাঁড়িয়েছিল ৭০৮.৫০ টাকা।

Advertisements

আরও পড়ুন ? ‘গ্যাস’ না খেয়ে রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক আপডেট নিয়ে জানুন ৭টি জরুরি পয়েন্ট

২০১৬ সালের শেষের দিকে রান্নার গ্যাসের দাম বেড়েছিল প্রায় ৫০ টাকা। এরপর মোটামুটি ভাবে রান্নার গ্যাসের দাম একই রকম থাকলেও ২০১৮ সাল পর্যন্ত রান্নার গ্যাসের দাম ঘোরাফেরা করছিল ৭৫০ টাকার মধ্যে। তবে ২০১৯ সাল আসতেই অর্থাৎ লোকসভা নির্বাচনের ঘন্টা বাজতেই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় কমে দাঁড়িয়ে ছিল ৬৯০ টাকার মধ্যে। তবে এর পরেই রান্নার গ্যাস লম্বা লম্বা ঝাঁপ দিতে শুরু করেছিল।

রান্নার গ্যাসের দাম লম্বা লম্বা ঝাঁপ দিতে শুরু করার পর ২০২৩ সালের আগস্ট মাস পর্যন্ত দাম ১১০০ টাকা পার করে দেয়। এরপরই ২০০ টাকা ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়। লোকসভা নির্বাচনের আগে বরাবর রান্নার গ্যাসের দাম কম হওয়ার যে পরিসংখ্যান রয়েছে তারই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে ২০২৪ এর শুরুতেই রান্নার গ্যাসের দাম অনেকটাই কমে যাবে। পরিসংখ্যান থেকে আন্দাজ করা হচ্ছে, মোটামুটি ভাবে ১০০ টাকারও বেশি দাম কমতে পারে। তবে আন্দাজ সঠিক হয় কিনা তার দিকে তাকিয়ে থাকতে হবে আরও দিন কয়েক।

Advertisements