Disney reliance merge deal: সবাইকে পথে বসিয়ে দিলেন আম্বানি! খেলা থেকে বিনোদন, Reliance ছাড়া আর উপায় নেই

Prosun Kanti Das

Published on:

Advertisements

Merger deal completed between Disney Plus Hotstar and Reliance Jio: ভারত তথা বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যবসায়ী হলেন মুকেশ আম্বানি। নিজের বিপুল ধন-সম্পত্তির জন্য তাকে চেনেনা এমন কোনো মানুষ নেই। রিলায়েন্সের দৌলতে দেশের মানুষ ক্রিকেট উপভোগ করতে পারবে ভালোভাবেই। খেলা থেকে শুরু করে বিনোদন এবার থেকে সর্বত্রই একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চলেছে আম্বানি(Disney reliance merge deal)। ব্যাপারটি কারোর কাছেই সেভাবে পরিষ্কার নয়। আজকের প্রতিবেদনে আপনি জানতে পারবেন এর বিস্তারিত খবর।

Advertisements

সোনি এবং জি এর মার্জ হওয়া নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে গোটা বিনোদন জগতে। বেশ কয়েক মাস ধরেই ব্যাপারটি যথেষ্টই চর্চিত হচ্ছিল। ঠিক এই সময়ে আম্বানি গোষ্ঠী শোনালো আরেক চমকপ্রদ খবর। নিশ্চয়ই জানতে চান কি সেই খবর? গত সপ্তাহে লন্ডনে সাক্ষরিত হয়েছে একটি চুক্তি যার মাধ্যমে জুড়তে চলেছে রিলায়েন্সের সাথে ডিজনি-স্টার (Disney reliance merge deal)। খবরটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে।

Advertisements

আপনি কি জানেন রিলায়েন্সের সাথে ডিজনি-স্টারের মার্জ কিন্তু সবথেকে বড় মার্জ এর ঘটনা (Disney reliance merge deal)। তবে দুঃখের বিষয় হলো সোনি এবং জি এর এই পরিকল্পনা এখনো বাস্তবে রূপ নিতে পারেনি। আশা করা যাচ্ছে, এই দুই কোম্পানির মার্জের সিদ্ধান্ত বড় পরিবর্তন আনবে স্ট্রিমিং ব্যবসাতেও। দুই কোম্পানির দর কষাকষির পরই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Reliance Retail Shop: আর দরকার ছুটে যাওয়ার দূরে! এবার ঘরের কাছেই দোকান খুলবে আম্বানির Reliance

দুই সংস্থার বড় বড় কর্তারা উপস্থিত ছিলেন লন্ডনের এই বৈঠকে। দুপক্ষের সই হয়েছে এই টার্মশিটে (Disney reliance merge deal), বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার প্রাক্তন আধিকারিক কেভিন মায়া এবং মুকেশ আম্বানির আস্থাভাজন মনোজ মোদী। যদি এই দুটি সংস্থা এক হয়ে যায় তাহলে খেলা দেখার অভিজ্ঞতা আরো মজাদার হবে দেশের মানুষের কাছে। বর্তমানে অবশ্য আইপিএল সম্প্রচারের একমাত্র অধিকার আছে স্টারের কাছে এবং অনলাইন স্ট্রিমিং করছে জিও সিনেমা। পাশাপাশি দেশে সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখানোর অধিকার কিন্তু স্পোর্টস ১৮-এর কাছে আছে। নতুন এই সংস্থা একচেটিয়া ভাবে ভারতীয় ক্রিকেট সম্প্রচারের দুনিয়ায় নিজেদের আধিপত্য বিস্তার করবে।

রিলায়েন্সের অধীনে ভায়াকম ১৮ একটি সাবসিডিয়ারি সংস্থা খুলবে। আবার স্টার ইন্ডিয়ার ৫১ শতাংশ শেয়ার কিনে নেবে এই সংস্থা। অবশেষে ডিজনির কাছে থাকবে স্টারের ৪৯ শতাংশ শেয়ার। জিও সিনেমা কিন্তু থাকবে এরই অধীনে। ডিজনি প্লাস হটস্টারও এই চুক্তির আওতায় পড়বে। আপাতত ডিজনির এই ওটিটি প্ল্যাটফর্ম লাভের মুখ দেখছে না।

Advertisements