নিজস্ব প্রতিবেদন : সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন দিকের বিচার রেখে প্রতিমাসেই একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়ে থাকে। যে সকল নিয়মে পরিবর্তন আনা হয় তার মধ্যে গ্যাসের যেমন থাকে রান্নার গ্যাসের (LPG) দামে বদল, ঠিক সেই রকমই আবার ব্যাঙ্কিং সেক্টর সহ বিভিন্ন ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়। অন্যান্য মাসের মত নতুন বছরের জানুয়ারিতেই এইরকম আট আটটি নিয়মে পরিবর্তন (New Rules) আসতে চলেছে। যেসব পরিবর্তন সম্পর্কিত তথ্য দেশের প্রতিটি নাগরিকেরই জেনে রাখা জরুরি।
১) জানুয়ারি মাস থেকে সিম কার্ড কেনাবেচায় আসছে বড় পরিবর্তন। এবার সিম কার্ড কেনার ক্ষেত্রে ডিজিটাল ভেরিফাইড ডকুমেন্ট ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। এর আগে পর্যন্ত সিম কার্ড ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকের নথির প্রতিলিপি ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু এই ব্যবস্থা আর থাকছে না। এর পাশাপাশি যদি জাল নথি দিয়ে কেউ সিম কার্ড বিক্রি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার জেল ও জরিমানা হতে পারে।
২) নতুন বছরের শুরুতেই সেই সকল ইউপিআই আইডি বন্ধ করে দেওয়া হবে যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না। এর জন্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআইআইডি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময়সীমার উল্লেখ করেছে এবং এই সম্পর্কিত নির্দেশ ইউপিআই সংস্থাগুলিকে পাঠিয়ে দিয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, এক বছরের বেশি ইউপিআই আইডি ব্যবহার না করলেই সেই আইডি বন্ধ করে দিতে হবে।
আরও পড়ুন ? রাতের ঘুম উড়ছে চিনের! হু হু করে বাড়ছে GDP, অর্থনীতিতে তৃতীয় দেশ ভারত!
৩) ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হতে চলেছে ৪৫০ টাকা। এত সস্তায় রান্নার গ্যাস সিলিন্ডার অবশ্যই সব গ্রাহকরা এবং সব রাজ্যের গ্রাহকরা পাবেন না। এই দামে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন রাজস্থানের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা। বিজেপি ভোটের আগে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি আলাদা করে ৫০ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করেছিল। ভোটে জিতে সরকার গড়ার পর তারা সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে।
৪) বিলম্বিত ও রিভাইস করা আয়কর রিটার্ন ফাইল জমা করার শেষ তারিখ হল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। নির্ধারিত এই সময়ের মধ্যে যদি প্রয়োজনীয় কাজটি সেরে ফেলা হয় তাহলে কোন জরিমানা লাগবে না। তবে যদি সময় পার হয়ে যায় তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা লাগবে।
৫) সেবির তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাদের ডিম্যাট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নমিনেশন জমা করতে হবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যদি প্রয়োজনীয় কাজটি না করা হয় তাহলে লেনদেন বন্ধ করে দেওয়া হতে পারে।
৬) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সংশোধিত লকার চুক্তি আনা হয়েছে। যারা লকার ব্যবহার করেন তাদের প্রত্যেককে এই সংশোধিত লকার চুক্তি ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে স্বাক্ষর করে নিতে হবে। এমনটা না করা হলে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের।
৭) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ৭.১০ শতাংশ সুদের হারে বিনিয়োগ করার সুযোগ দেওয়া হচ্ছে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মূলত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জনপ্রিয় স্কিম অমৃত কলস প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এরপর যদি এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না করা হয় তাহলে বড় অংকের সুদ পাওয়ার জন্য এই প্রকল্পে বিনিয়োগের আর সুযোগ পাওয়া যাবে না।
৮) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বর্তমানে হোম লোনের উপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। হোম লোনের ওপর সুদের ক্ষেত্রে ৬৫ বেসিস পয়েন্ট এমন ছাড়ের সুযোগ পাওয়া যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।