নিজস্ব প্রতিবেদন : ৬০ বছর হলে তবেই বিভিন্ন সরকারি পেনশন প্রকল্পের (Pension Scheme) সুবিধা পাওয়া যায়। এই নিয়মই কার্যকর রয়েছে দেশজুড়ে। তবে এতদিন এই নিয়ম দেশজুড়ে কার্যকর থাকলেও এবার নিয়মের ক্ষেত্রে বড় বদল আনতে চলেছে একটি রাজ্য। নিয়মে এমন পরিবর্তন আনার ফলে এবার ৫০ বছর হয়ে গেলেই পেনশনের সুবিধা পাবেন ওই রাজ্যের বাসিন্দারা।
সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বাসিন্দাদের পেনশনের সুবিধা দেওয়ার যে ব্যবস্থা রয়েছে তা এতদিন ৬০ বছরই ছিল ওই রাজ্যে। তবে এখন সেই বয়স সীমা ১০ বছর কমিয়ে ৫০ বছর করা হলো। নতুন বছর শুরু হওয়ার আগেই এমন সুখবর দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গত শুক্রবার তিনি এমন বড় ঘোষণা করেছেন। তিনি তার বড় ঘোষণায় জানিয়ে দিয়েছেন, ৬০ নয়, এবার ৫০ বছরেই পেনশনের সুবিধা পাওয়া যাবে।
ঘোষণা থেকে যা জানা যাচ্ছে, তাতে সরকারি প্রকল্পের মাধ্যমে পেনশনের যেসব সুবিধা পেয়ে থাকেন নাগরিকরা সেই ক্ষেত্রে এই বয়সের পরিবর্তন আনা হচ্ছে। এর ফলে ঝাড়খন্ডের নির্দিষ্ট করে দেওয়া নাগরিকরা ৬০ বছরের পরিবর্তে ৫০ বছর থেকেই পেনশনের সুবিধা পেতে শুরু করবেন। তবে ৬০ বছরের পরিবর্তে ৫০ বছর থেকে পেনশনের সুবিধা সব নাগরিকরা পাবেন তা নয়।
আরও পড়ুন ? Cycle Capital in India: ভারতেই আছে সাইকেল রাজধানী, নাম জানলে অবাক হবেন
হেমন সোরেনের ঘোষণা অনুযায়ী এমন সুবিধা পাবেন কেবলমাত্র আদিবাসী এবং দলিত শ্রেণীর মানুষেরা। বাকিদের ক্ষেত্রে কোন পরিবর্তন আসছে না। আদিবাসী এবং দলিতদের জন্য এমন সুবিধা দেওয়ার কারণ হিসাবে তিনি যা জানিয়েছেন তাতে তাদের মৃত্যুহার অনেক বেশি। এছাড়াও তারা ৬০ বছর বয়স হয়ে গেলে আর কোথাও কাজ পান না। যে কারণেই তাদের জন্য এমন ঘোষণা করা হয়েছে।
ঝাড়খন্ড সরকারের এমন ঘোষণা দেশে নতুন এক ঘোষণা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আদিবাসী এবং দলিত শ্রেণীর মানুষদের অনেকেই রয়েছেন যারা ঝাড়খণ্ড সরকারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও যাতে এইরকম নিয়ম কার্যকর করা হয়, এরকম সুবিধা দেওয়া হয় এমনটাও দাবি করা হচ্ছে।