Puri Jagannath Temple: ভিড়, লাইনের এসবের চিন্তা দূর! এবার সহজেই জগন্নাথ দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা পুরিতে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সারা বছরই দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পুরীর জগন্নাথ মন্দিরে (Puri Jagannath Temple) ভক্তদের সমাগম হয়ে থাকে। কেউ ইতিহাসের টানে, কেউ আবার ভগবান জগন্নাথ দেবের টানে এখানে ভিড় জমান। আবার বিশেষ বিশেষ দিনগুলিতে পুরির জগন্নাথ দেব মন্দিরে ভিড় এতটাই হয় যে পদপিষ্ট হওয়ার মতো আশঙ্কা তৈরি হয়। তবে এবার এইসব চিন্তা দূর করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো ওড়িশা সরকার।

Advertisements

ওড়িশা সরকারের তরফ থেকে এবার ভক্তদের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে করে আর লাইন নিয়ে চিন্তা করতে হবে না। এছাড়াও চিন্তা করতে হবে না নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সরকারের তরফ থেকে রীতিমতো এক ঢেলে দুই পাখি মেরে পুরীর জগন্নাথ মন্দিরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারের এই পরিকল্পনাই উপকৃত হবেন হাজার হাজার ভক্ত।

Advertisements

কোভিড পরবর্তী সময়ে পুরীর জগন্নাথ মন্দিরের ভক্তদের সমাগম অনেক বেড়ে গিয়েছে। ভক্তদের সমাগম অনেক বেড়ে যাওয়ার কারণেই ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এরই পরিপ্রেক্ষিতে এবার প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১২ শতাব্দীর প্রাচীন এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা এবার সামলাবে ১১৯০ জন স্পেশাল সিকিউরিটি ব্যাটেলিয়নের কর্মীরা। উড়িষ্যা সরকারের তরফ থেকে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Puri Jagannath Temple Mysterious Tunnel: ২০-৩০ কিমি লম্বা সুড়ঙ্গের হদিশ পুরির জগন্নাথ মন্দিরে! দানা বাঁধছে রহস্য

এর পাশাপাশি সরকারের তরফ থেকে পুরীর মন্দিরে হেরিটেজ করিডর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৯৪৩ কোটি টাকা ব্যয় করে এই হেরিটেজ করিডর তৈরি করা হবে জগন্নাথ মন্দিরের চতুর্দিকে মেঘনাদ পচেরি ঘিরে। ৭৫ মিটার এলাকা জুড়ে তৈরি হবে পাঁচির। যেখানে থাকবে সাত মিটার সবুজ বাফারজোন। ভক্তদের প্রদক্ষিণ করার জন্য থাকবে ১০ মিটার প্রদক্ষিণ এলাকা। সাধারণ মানুষদের যাতায়াতের জন্য থাকবে আরও ১০ মিটার এলাকা।

প্রশাসনের তরফ থেকে এই হেরিটেজ করিডর তৈরি করার কাজ সমাপ্ত করার পর আগামী ১৭ জানুয়ারি তা খুলে দেওয়া হবে ভক্তদের জন্য। বর্তমানে কেবলমাত্র সিংহদুয়ার দিয়ে ভক্তরা পুরীর জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করতে পারেন। এই নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। কেননা তাদের দীর্ঘ সময় মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য অপেক্ষা করতে হয় আর প্রবেশের পর মাত্র মিনিট খানেক সময় পান জগন্নাথ দেবের জন্য। তবে এই হেরিটেজ করিডর তৈরি হয়ে গেলে আর এইসব সমস্যা থাকবে না এবং খুব সহজেই দর্শন পাওয়া যাবে জগন্নাথের।

Advertisements