নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে এখন শুধুই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রাম মন্দির (Ram Mandir)। রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি উদ্বোধন হচ্ছে নতুন নতুন প্রকল্প, নতুন নতুন ট্রেন এবং বিমানবন্দর ও স্টেশনের। তবে এসবের মধ্যেই এবার দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর (Largest Sea Bridge in India) উদ্বোধন হতে চলেছে। দেশের দীর্ঘতম সমুদ্র সেতুর বিষয়টি এখন রাম মন্দিরের উদ্বোধনের ট্রেন্ডিংয়ে অনেকটাই ধামাচাপা পড়ে গিয়েছে।
দেশের দীর্ঘতম এই সমুদ্র সেতুর উদ্বোধন হবে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই উদ্বোধন হবে দীর্ঘতম এই সমুদ্র সেতুর। এমন দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন হবে মুম্বাইয়ে। মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক (Mumbai Trans Harbour Link) আগামী ১২ জানুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এই সমুদ্র সেতু এক শহরকে অন্য শহরের সঙ্গে জুড়ে দেবে।
১২ জানুয়ারি দেশের সবচেয়ে লম্বা সমুদ্র সেতু উদ্বোধন হওয়ার পর মুম্বাই এবং নবি মুম্বাই শহর একে অপরের সঙ্গে জুড়ে যাবে। এতদিন এই দুই শহর একে অপরের সঙ্গে একপ্রকার বিচ্ছিন্ন ছিল। এক শহর থেকে অন্য শহরে পৌঁছাতে দীর্ঘ সময় লাগতো। কিন্তু এই সেতু উদ্বোধন হয়ে যাওয়ার পর এবার এক শহর থেকে অন্য শহরে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের ক্ষেত্রে কম করে আধ ঘন্টা সময় কমে যাবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন ? Tingtong Online: ১ টাকাতেই মিলছে চাকরি! মুম্বাইবাসীর এই অ্যাপ কাঁপাচ্ছে দুনিয়া
দেশের দীর্ঘতম যে সমুদ্র সেতুর উদ্বোধন হতে চলেছে তার মোট দৈর্ঘ্য হল ২২ কিলোমিটার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ২২ কিলোমিটারের মধ্যে ১৬.৫ কিলোমিটার রয়েছে সমুদ্রের উপর। এই সেতুর শুরু দক্ষিণ মুম্বাইয়ের সেওরি থেকে। এরপর এই সেতুর শেষ হচ্ছে নবি মুম্বাইয়ের চার্লিতে। এই সেতুটি দেশের দীর্ঘতম সেতু হওয়ার পাশাপাশি বিশ্বের দ্বাদশতম দীর্ঘ সমুদ্র সেতু হতে চলেছে।
২০১৮ সাল থেকে এই সেতু তৈরি করার কাজ শুরু করা হয়। সেতুটিতে মোট ছয়টি লেন থাকবে। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে ৭০ হাজার যানবাহন যাতায়াত করতে পারবে। পাশাপাশি এমন অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে এই সেতু তৈরি করা হয়েছে যাতে করে হঠাৎ কোনো গাড়ি বিকল হয়ে পড়লেও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে। ১৭৮৪৩ কোটি টাকায় তৈরি এই সেতুটিতে এআই নির্ভর ক্যামেরা ব্যবহার করা হবে।