Richest People in India: কমল না বাড়ল! আম্বানি, আদানির সম্পত্তির হাঁড়ির খবর এবার চলে এলো আপনার সামনে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Know the Richest People in India at a glance: সম্পত্তিগত দিক থেকে গোটা বিশ্বে তথা ভারতে ধনী ব্যবসায়ীদের সংখ্যার অভাব নেই। যদি এদেশের ধনকুবেরদের (Richest People in India)সম্পর্কে আমরা আলোচনা করি তাহলে কিন্তু তালিকার প্রথমে থাকবে আম্বানি আদানির নাম। কিন্তু তাদের থেকেও ধনী ব্যক্তি কেউ আছে নাকি এই তালিকায়? না জানলে আজকের প্রতিবেদনটি আপনার মনোযোগ সহকারে পড়তে হবে।

Advertisements

আপনারা কি আন্দাজ করতে পারছেন ভারতের সবথেকে ধনী ব্যক্তি (Richest People in India) কে হতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছেন মুকেশ আম্বানি হলো দেশের অন্যতম ধনী ব্যবসায়ী। তিনি হলেন Reliance ইন্ডাস্ট্রিজের কর্ণধার। তার মোট সম্পত্তির পরিমাণ অবাক করবে আপনাকেও যা হলো ৯ হাজার ৪৩০ কোটি ডলার। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তার স্থান রয়েছে ১৫ তম স্থানে। তালিকার দ্বিতীয় স্থানে আছে আপনাদের খুব পরিচিত নাম আদানি গ্রুপের মালিক গৌতম আদানি। তিনি মোট ৭ হাজার ২২০ কোটি ডলারের মালিক।

Advertisements

তৃতীয় নম্বরে নাম আছে ভারতের অন্যতম ধনী ব্যক্তি (Richest People in India) শিব নাদারের নাম। তিনি আসলে এইচসিএল টেকনোলজির মালিক এবং তার সম্পত্তির পরিমাণ হলো ২ হাজার ৯১০ কোটি ডলার। তালিকার চতুর্থ স্থানে যার নাম আছে তিনি হলেন দেশের মধ্যে সবথেকে ধনী মহিলা। জেএসডব্লিউ গ্রুপের মালিকন সাবিত্রী জিন্দালের মোট ২ হাজার ৫৩০ কোটি ডলার সম্পত্তি রয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Disney reliance merge deal: সবাইকে পথে বসিয়ে দিলেন আম্বানি! খেলা থেকে বিনোদন, Reliance ছাড়া আর উপায় নেই

এবার পঞ্চম স্থানে যিনি আছেন তার কোম্পানি কভিড টিকা উৎপাদনে যথেষ্টই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাইরাস পুনাওয়ালা মোট ২ হাজার ১২০ কোটি ডলারের মালিক। ষষ্ঠ স্থানে নাম আছে ভারতের ওষুধ প্রস্তুকারক সংস্থা সান ফার্মাসিটিক্যালসের কর্ণধার দিলীপ সাংভির। তার সম্পত্তির পরিমাণ নেহাতই কম না, ১ হাজার ৯৫০ কোটি ডলার। তালিকায় সপ্তম ধনী ব্যক্তিটি হলেন (Richest People in India) কুমার বিড়লা। আদিত্য বিড়লা গ্রুপের মালিকের বিপুল সম্পত্তির পরিমাণ ১ হাজার ৮৭০ কোটি ডলার।

ভারতের অষ্টম ধনী ব্যক্তি যিনি তার মোট সম্পত্তির পরিমাণ হলো ১ হাজার ৮০০ কোটি ডলার। তার নাম আশা করি সবাই জানে রাধাকৃষ্ণান দামানি, যিনি ডিমার্ট, অ্যাভিনিউ সুপারমার্ট এর কর্ণধার। লক্ষ্মী মিত্তালের মোট সম্পত্তি তাকে দেশের নবম স্থানে পৌঁছে দিয়েছে। তার মোট সম্পত্তি হলো ১ হাজার ৬৫০ কোটি ডলার। তিনি হলেন আর্সেলর মিত্তলের সিইও এবং চেয়ারম্যান। তালিকার দশম স্থানে আছে কুশল পাল সিং, তার সম্পত্তি হলো ১ কোটি ৫১০ কোটি ডলার। তিনি দেশের বৃহত্তম রিয়েল এস্টেটের কর্ণধার। তবে রতন টাটার বিষয়ে কিছু জানা যায় নি।

Advertisements