নিজস্ব প্রতিবেদন : টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে এখন সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো UPI। খুব সহজে নিজেরদের মোবাইলের মাধ্যমে টুক করে একে অপরকে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা থাকার জন্যই এই প্ল্যাটফর্ম দিনের পর দিন জনপ্রিয়তা অর্জন করে চলেছে। প্রতিদিনই দেশে বিপুলসংখ্যক মানুষ UPI প্ল্যাটফর্ম ব্যবহার করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করছেন। তবে এরই সঙ্গে সঙ্গে বাড়ছে নানান ধরনের প্রতারণার ঘটনা। এসব ক্ষেত্রে এবার লাগাম টানার জন্য নিয়মে ৫ বড় পরিবর্তন আনা হলো।
১) এই বিষয়ে প্রথমেই কেন্দ্রের তরফ থেকে সবচেয়ে বড় যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তা হলো অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া। যে সকল গ্রাহকদের Paytm, PhonePe ও Google Pay-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলিতে অ্যাকাউন্ট রয়েছে অথচ সেই সকল অ্যাকাউন্ট এক বছর ধরে নিষ্ক্রিয় সেগুলি ডিলিট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফ থেকে ১ জানুয়ারি থেকে এই কাজ করার নির্দেশ দিয়েছে ওই সব থার্ড পার্টি অ্যাপগুলিকে।
২) NPCI এর নিয়ম অনুসারে এবার ব্যবহারকারীরা একবারে ইউপিআই-এর মাধ্যমে সর্বোচ্চ এক লক্ষ টাকা পাঠাতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্র যেমন হাসপাতাল অথবা শিক্ষাক্ষেত্রে পেমেন্টের উপর ছাড় দেওয়া হয়েছে। এই ধরনের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুন ? New Rules: ৪৫০ টাকায় LPG, বন্ধ হবে UPI ID, জানুয়ারিতে আসছে এই আট আটটি পরিবর্তন
৩) সবচেয়ে বড় পরিবর্তনের কথা জানা যাচ্ছে তা হল বাড়তি ফি। কিছু কিছু অ্যাপ রয়েছে যেগুলিতে ২০০০ টাকার বেশি পেমেন্ট করলেই বাড়তি ফি দিতে হবে। বাড়তি ফি হিসাবে ১.১% কেটে নেওয়া হবে। এর প্রভাব ব্যবহারকারীদের উপর সবচেয়ে বেশি পড়বে বলে মনে করা হচ্ছে।
৪) অনলাইন প্রতারণা ঠেকাতে প্রথমবার কোন নম্বরে টাকা পাঠানোর জন্য চার ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হবে। এক্ষেত্রে ২০০০ টাকার উপরে পেমেন্ট করার উপর এমন নিয়ম জারি করা হচ্ছে। এই নিয়ম অনুযায়ী কোন ব্যবহারকারী নতুন কোন নম্বরে টাকা পাঠানোর ক্ষেত্রে ২০০০ টাকার বেশি হলেই আগামী চার ঘণ্টা লেনদেন করতে পারবেন না।
৫) ইউপিআই ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বৃদ্ধি পেতে শুরু করেছে ইউপিআই এটিএম-এর ব্যবহার। এক্ষেত্রে এবার দেশে সমস্ত ইউপিআই এটিএম তৈরি করবে জাপানি সংস্থা হিতাচি।