নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারকে বিশ্বের বৃহত্তম টেলিকম বাজার হিসেবে গণ্য করা হয়ে থাকে। ভারতের এই টেলিকম বাজারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন যারা বিভিন্ন সংস্থার সিম কার্ড অথবা অন্যান্য পরিষেবা ব্যবহার করে থাকেন। তবে ভারতের এত বড় একটি বাজারে কেবলমাত্র চারটি টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা চালাচ্ছে। যারা ব্যবসা চালাচ্ছে তারা হলো Jio, Airtel, Vi এবং BSNL।
আবার যদি গ্রাহক সংখ্যার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে, একছত্ররাজ রয়েছে কেবলমাত্র জিও এবং এয়ারটেলের। এই দুই টেলিকম সংস্থার মধ্যে বিভিন্ন পরিষেবা নিয়ে হামেশাই প্রতিযোগিতা চলতে দেখা যায়। সেই প্রতিযোগিতায় এবার এয়ারটেলের তরফ থেকে এমন একটি ডিসকাউন্ট অফার আনা হলো যাতে করে যে কোন সময় ঘুম উড়তে পারে জিওর। এয়ারটেলের তরফ থেকে ওই অফারের মাধ্যমে টানা ৬ মাস পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এয়ারটেলের তরফ থেকে এমন অফার দেওয়া হচ্ছে মূলত তাদের পোস্টপেইড কানেকশনের ক্ষেত্রে। এয়ারটেল মাত্র ৩৯৯ টাকায় গ্রাহকদের পোস্টপেইড পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও ১৪৯৯ টাকায় তাদের তরফ থেকে একসঙ্গে পাঁচটি কানেকশন দেওয়া হয় ফ্যামিলি প্যাক হিসাবে। সংস্থার তরফ থেকে পোস্টপেইড পরিষেবাকে সহজলভ্য করার জন্য বেশকিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। যেমন কেবলমাত্র ওটিপি শেয়ার করে অনায়াসে প্রিপেইড থেকে পোস্ট পেইডে নিজেদের কানেকশন রূপান্তরিত করার ব্যবস্থা।
আরও পড়ুন ? Airtel New Offer: আগে রিচার্জ, পরে টাকা! Jio-র রাতের ঘুম উড়িয়ে নতুন অফার আনল Airtel
যে সকল এয়ারটেল গ্রাহকরা প্রিপেইড কানেকশন ব্যবহার করেন এবং তারা যদি মনে করেন পোস্টপেইড কানেকশন ব্যবহার করবেন তাহলে একটি ওটিপি শেয়ার করে বাড়িতে বসেই সেই কাজ করা যাবে। Airtel Thanks অ্যাপের মাধ্যমে মাত্র ৩০ মিনিটের মধ্যে পোস্টপেইড কানেকশনে আপগ্রেড করার ব্যবস্থা চালু করা হয়েছে। এর জন্য গ্রাহকদের ছুটে যেতে হবে না কোন স্টোরে। পাশাপাশি এর সঙ্গেই দেওয়া হচ্ছে ৬ মাসের বিশেষ ডিসকাউন্ট অফার।
যে সকল এয়ারটেল গ্রাহকরা তাদের প্রিপেইড কানেকশন পোস্টপেইড কানেকশনে আপগ্রেড করবেন তারা ৬ মাস পর্যন্ত ডিসকাউন্ট অফার পাবেন। এই অফারের মাধ্যমে গ্রাহকদের প্রতি মাসে বিল জমা দেওয়ার সময় ১০০ টাকা করে ডিসকাউন্ট দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই অফারের ফলে গ্রাহকদের বিল দেওয়ার সময় বেশ কিছু পরিমাণ টাকা বাঁচবে। এয়ারটেলের এমন অফার অন্যান্য সংস্থাগুলিকে চাপে ফেলবে বলেই মনে করছেন টেক বিশেষজ্ঞরা।