নিজস্ব প্রতিবেদন : ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম অর্থাৎ মিনিমাম ব্যালেন্স (Bank Account Minimum Balance) না থাকলে ব্যাঙ্কের তরফ থেকে লাগাতার জরিমানা চাপিয়ে যাওয়ার নিয়ম দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে দেখা যায় গ্রাহকদের ওই অ্যাকাউন্টে জরিমানা হতে হতে বিষয়টি এমন জায়গায় পৌঁছে যায় যে, টাকা রাখলেই তা কপাৎ করে কেটে নেওয়া হয়। এবার এই নিয়মে বড় বদলের কথা জানালো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে নিয়মের কথা জানানো হয়েছে তাতে এই ধরনের ঘটনায় আর ব্যাঙ্ক জরিমানা করতে পারবে না। তবে সব ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন এই নিয়ম জারি হবে না এমনটাও জানানো হয়েছে। সুতরাং নতুন নিয়ম প্রসঙ্গে প্রত্যেক গ্রাহকের জেনে রাখা দরকার। নতুন নিয়ম প্রসঙ্গে জানা থাকলে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তবে তার আগে জানিয়ে দেওয়া দরকার, নতুন এই নিয়ম লাগু হতে চলেছে আগামী ১ এপ্রিল ২০২৪ থেকে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন যে নিয়মের কথা বলা হচ্ছে তাতে বলা হয়েছে, নতুন নিয়ম কার্যকর হয়ে যাওয়ার পর সেই সমস্ত অ্যাকাউন্টের উপর আর এই ধরনের জরিমানা করা যাবে না, যাদের অ্যাকাউন্টে দু’বছর ধরে কোন আর্থিক লেনদেন হয়নি। আবার এক্ষেত্রেও সেই সকল অ্যাকাউন্টের কথা বলা হয়েছে যেগুলিতে স্কলারশিপ অথবা অন্য কোন প্রকল্পের টাকা জমা হয়।
আরও পড়ুন ? Bank Licence cancelled: অনেক হলো ওয়ার্নিং! এবার সরাসরি ৪ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে সেই সকল অ্যাকাউন্টকে ব্যাংকের তরফ থেকে ইন অপারেটিভ অ্যাকাউন্ট হিসাবে গণ্য করতে হবে। দেশের বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ দাবিদারহীন টাকা জমা রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ঘটনায় লাগাম টানার জন্যই এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গিয়েছে।
এছাড়াও নতুন যে নিয়ম জারি করা হবে সেই নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষকে সেই সকল গ্রাহকদের সঙ্গে এসএমএস, চিঠি অথবা ইমেইল মারফত যোগাযোগ করতে হবে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট দু’বছর বা তার বেশি সময় ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। যদি ওই অ্যাকাউন্ট যার নামে রয়েছে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় তাহলে যোগাযোগ করতে হবে অ্যাকাউন্টের নমিনির সঙ্গে। এর পাশাপাশি ওই সকল অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকার জন্য কোনরকম জরিমানা করতে পারবেনা ব্যাংক।