Bihar Man studied in railway yard and got 5 government jobs at once: আপনার জীবনে যদি লক্ষ্য স্থির থাকে তাহলে যেকোনো রকম কঠিন পরিস্থিতিই আপনি সহজে পার করতে পারবেন। আসলে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কোনো বিকল্প হয়না। সামান্য কৃষক পরিবারের ছেলে হয়ে সেটাই প্রমাণ করলেন অঙ্গদ রাজ সিং (Bihar Man Government Job)। রীতিমতো অসাধ্য সাধন করেছেন তিনি, শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আজকের প্রতিবেদনে আমরা জানবো বিস্তারিতভাবে।
শুধু কি একটা দুটো সরকারি চাকরি? একসঙ্গে তিনি (Bihar Man Government Job)পাঁচ পাঁচটি সরকারি চাকরি পেয়েছেন। যা ঐ দরিদ্র কৃষক পরিবারের কাছে এক বিশাল পাওয়া। গোটা গ্রাম তার এই খুশিতে সামিল হয়েছে। গ্রুপ ডি থেকে শুরু করে অফিসার পোস্ট সবেতেই তার জয় জয়কার। ঘটনাটি ঘটেছে বিহারের ভোজপুর জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার ভিতরে অবস্থিত উদয়ন্তনগর গ্রামে। গরিব কৃষক ঘরে জন্মানো অঙ্গদের জীবন সংগ্রাম ছিল খুবই কঠিন।
বাবা রমাশঙ্কর সিং চাষ করে যা আয় করতেন সংসার চালানো তাতে সত্যি ছিল খুবই কষ্টকর। তবে তারা আর্থিক সহায়তা পেত কাকা এবং দাদার কাছ থেকে। অঙ্গদের (Bihar Man Government Job) কাকার ছিল একটি দোকান এবং তার দাদা ছিলেন জেলের কনস্টেবল। অবশ্য অবসর নেওয়ায় ফলে পেনশন পাচ্ছেন তিনি। নিজের পড়ায় যাতে কোনো সমস্যা না আসে তার জন্য খুব ছোট থেকেই তিনি টিউশনি করতেন। দরিদ্রতা থাকা সত্বেও তার পড়াশোনায় কোনোদিন খামতি আসেনি।
আরও পড়ুন ? এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুল, এই পড়ুয়ার পড়ার অদম্য ইচ্ছাকে কুর্নিশ
বিহারের এই ছেলে কলেজ শেষ করে প্রথম যে কাজ পান সেটি হলো রেলের চতুর্থ শ্রেণির কর্মী। তবে এই চাকরিতে কি আর তার মন ভরে? তিনি পড়াশোনা চালিয়ে যান এবং জীবনে চরম সাফল্য লাভ করেন তিনি। রেলের ইয়ার্ডে থাকাকালীন তিনি আট থেকে দশ ঘন্টা সময় দিতেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে। রেলের চাকরি চলাকালীন দুবছর পার করার পরই তিনি বিহার পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে চাকরি পান।
এছাড়াও বিহারের সিভিল সার্ভিস পরীক্ষাতেও নজরকাড়া সাফল্য পান। অঙ্গদের জীবন ঘুরে যায় এরফলে। বিহার সরকারের সচিবালয়ে পদস্থ অফিসার হিসেবে যোগ দিয়েছেন তিনি। নিজের উপর ভরসা রেখে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। নিজের একটি সাক্ষাৎকারে তার জীবনের সমস্ত কাহিনী তিনি তুলে ধরেছেন সবার সামনে।