A move by Mitsubishi UFJ Financial Group raised China’s concerns: আন্তর্জাতিক বাজারে ভারতের স্থান এখন অনেকটাই শক্তিশালী। অর্থনৈতিক দিক থেকে ভারত টেক্কা দিচ্ছে বিশ্বের তাবড় তাবড় ধনী দেশগুলিকে। ভারতের শেয়ার মার্কেটের অবস্থাও যথেষ্ট মজবুত। কিন্তু অন্যদিকে বিশ্বের আরেকটি শক্তিশালী দেশের অর্থনৈতিক অবস্থা মন্দার দিকে। সেই কারণে জাপানের সবথেকে বড় ব্যাংক (Mitsubishi UFJ Financial Group) নিজেদের ব্যবসা চীন থেকে গুটিয়ে স্থানান্তর করছে ভারতে। এরজন্য আন্তর্জাতিক মহল দায়ী করেছে বেজিংয়ের অর্থনৈতিক পতনকে।
অনুমান করা হচ্ছে ভারতের জিডিপি খুব শীঘ্রই পৌঁছে যাবে ৭ শতাংশে। সেই কারণেই কি জাপানের এই ব্যাংকটি বিনিয়োগ করছে এই দেশে? একটি সাক্ষাৎকারে মিৎসুবিশি UF J ফিনান্সিয়াল গ্রুপের (Mitsubishi UFJ Financial Group) CEO হিরোনরি কামেজাওয়া বলেছেন যে, ভারতের অর্থনীতির বিকাশ হচ্ছে খুব দ্রুতই সেইজন্য এই ব্যাংককে কখনো কোনও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। সে ব্যাপারে তারা সম্পূর্ণ নিশ্চিত।
বিশ্বের বড় বড় শিল্পপতির একমাত্র ভরসা এখন ভারত। কারণ শিল্পপতিদের বড় অংশের দাবি, ভারতের বাড়তে থাকা শেয়ার বাজার এবং জিডিপি লগ্নির জন্য একেবারে আদর্শ। এদেশের বাজারে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়তে চলেছে দিনকে দিন। চীনকে ছেড়ে এই জন্যই ভারতের উপর আস্থা রাখছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রের এই অর্থকরী প্রতিষ্ঠান(Mitsubishi UFJ Financial Group)।
আরও পড়ুন ? Mitsubishi UFJ Financial Group: কপালে দুর্ভোগ চিনের! জাপানের এক পদক্ষেপে মুচকি হাসি ভারতীয়দের
চীনের বর্তমান পরিস্থিতি যা তাতে ভবিষ্যতের জন্য সেখানে আর কিছুই থাকবেনা। বিচক্ষণ ব্যক্তিদের মতে, আর কিছুদিন পর চীনে বিনিয়োগ করা বন্ধ করে দেবে বিশ্বের বিভিন্ন শক্তিশালী সংস্থা। ভারতের মজবুত অর্থনীতির কারণে এখানে বিনিয়োগ করবে সমস্ত কোম্পানিগুলো। এই মন্তব্য প্রকাশ্যে এনেছেন জাপানি ব্যাংকের CEO। ভারতের অর্থনীতির প্রশংসা করেছেন এই ব্যাংকের আধিকারিকরা। অতীতে চীনের যেরকম পরিস্থিতি ছিল আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে ভারত এবং তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট।
মিৎসুবিশি UF J ফিনান্সিয়াল গ্রুপ ২০২২ সালে গুজরাটের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল টেক-সিটিতে তাদের একটি শাখা গড়ে তোলে। সূত্র মারফত জানা গেছে যে, এলাকাটি ফিনান্সিয়াল হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ব্যাংকটি বর্তমানে স্টার্ট আপগুলিকে টার্গেট করেছে ঋণ দেওয়ার মাধ্যমে। সম্প্রতি DMI ফিনান্স প্রাইভেট লিমিটেড নামের একটি অর্থকরী সংস্থাকে অধিগ্রহণ করে জাপানের এই ব্যাংকটি। ভারতের শক্তিশালী অর্থনীতি বর্তমানে বহু দেশের ভরসার একটিমাত্র স্থান।